IPL 2025 KKR vs PBKS: KKR দলে বড় বদলের সম্ভাবনা, পঞ্জাব ম্যাচে দলে পাওয়েল?

শেষ ছয় ম্যাচের দুটি হারলেই প্লে অফের আশা প্রায় শেষ। সে কথা মাথায় রেখেি শনিবার শ্রেয়স আইয়ারের পঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। চণ্ডীগড়ে কেকেআর ব্যাটিংয়ের বিপর্যয় হারিয়েছিল ম্যাচ। গুজরাত টাইটান্স ম্যাচেও বিপর্যয়। এবার অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ নিতে তাই ব্যাটিং-এই মেরামত জরুরী। প্রাথমিকভাবে  আন্দ্রে রাসেলের বদলি কি রভম্যান পাওয়েল, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement
KKR দলে বড় বদলের সম্ভাবনা, পঞ্জাব ম্যাচে দলে পাওয়েল?pbks vs kkr

শেষ ছয় ম্যাচের দুটি হারলেই প্লে অফের আশা প্রায় শেষ। সে কথা মাথায় রেখেি শনিবার শ্রেয়স আইয়ারের পঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। চণ্ডীগড়ে কেকেআর ব্যাটিংয়ের বিপর্যয় হারিয়েছিল ম্যাচ। গুজরাত টাইটান্স ম্যাচেও বিপর্যয়। এবার অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ নিতে তাই ব্যাটিং-এই মেরামত জরুরী। প্রাথমিকভাবে  আন্দ্রে রাসেলের বদলি কি রভম্যান পাওয়েল, তা নিয়ে জল্পনা তুঙ্গে। 

শনিবারের ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা। ব্যর্থ আন্দ্রে রাসেলকে বাদ দিতে পারে নাইটরা চলতি আইপিএলে ক্যারিবিয়ান অলরাউন্ডার ছন্দে নেই। ব্যাটে রান নেই। দলকে ভরসা দিতে ব্যর্থ। নিয়মিতভাবে তাঁকে বল হাতেও দেখা যাচ্ছে না। সঙ্গে রাসেলের ফিনিশার ভূমিকা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। এমন অবস্থায় রাসেলের বদলি হিসেবে শনিবারের পঞ্জাব কিংস ম্যাচে রভম্যান পাওয়েলকে দেখা যেতে পারে। রভম্যানকে নিয়ে দীর্ঘসময় নেটে পড়েছিলেন কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো। ব্যাট হাতে বেশ আগ্রাসী মেজাজেও দেখা গিয়েছে রভম্যানকে।

দ্রে রাসের পরিবর্তনের  সম্ভাবনার পাশাপাশি  নাইট শিবিরে আরও বদলের ভাবনা রয়েছে। এখনও একটিও ম্যাচে না খেলা মায়াঙ্ক মাকার্ণ্ডেকে  বল হাতে দলের তিন নম্বর স্পিনার হিসেবে দেখা যেতে পারে। গুজরাতের বিরুদ্ধে শেষ ম্যাচে যে পিচে খেলা হয়েছিল, সেই পিচেই শনিবার শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে নামবে কেকেআর। পিচ নিয়েও প্রত্যাশিত চর্চা চলছে। ইডেনে দুদিনের বিশ্রামের পরে প্র্যাকটিসে নেমে বাইশ গজের সুলুক সন্ধানে কোচ চন্দ্রকান্ত পন্ডিত, অধিনায়ক আজিঙ্কা রাহানে, মেন্টর ডোয়েন ব্র্যাভো, রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীরা। 

পিচে সামান্য হলেও ঘাস রয়েছে। যা কেকেআরের একেবারেই পছন্দ নয়। যদিও ঠিক কেমন পিচ হলে নাইটদের পছন্দ হবে, সেটাই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় রহস্য। নাইট একাদশের ওপেনিং জুটিতেও বদলের সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচে সুযোগ পাওয়ার পরও ব্যর্থ হওয়া রহমনুল্লাহ গুরবাজের জায়গায় কুইন্টন ডিকক ফিরতে পারেন বলে খবর। অনুশীলনে কুইন্টন সবার আগে নেটে ব্যাটিং করেছেন। ভালো ছন্দে রয়েছেন।  

Advertisement

নাইটদের প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনার পাশে আজ আচমকাই কেকেআরের নেটে দেখা গেল উমরান মালিককে। আইপিএলের শুরুতেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। তাঁর পরিবর্ত হিসেবে চেতন সাকারিয়ার নাম ঘোষণা আগেই হয়ে গিয়েছে। কিন্তু তারপরও কেন নাইটদের নেটে উমরান? নাইটদের সংসারে খোঁজ নিয়ে জানা গেল, ফিট হয়ে ওঠা উমরানকে আপাতত দলের সঙ্গে রেখে তাঁকে ফিট করা হচ্ছে আাগমীর লক্ষ্যে।

POST A COMMENT
Advertisement