IPL 2025 KKR vs PBKS: কালবৈশাখীতে ভেস্তে গেল ম্যাচ, কত পয়েন্ট পেল KKR-PBKS?

আজ কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস একটি ম্যাচ খেলছে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement
কালবৈশাখীতে ভেস্তে গেল ম্যাচ, কত পয়েন্ট পেল KKR-PBKS? ২০২৫ সালে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন বৃষ্টির কারণে বল থামানোর চেষ্টা করা হচ্ছে, তাই মাঠের কর্মীরা পিচ শুষ্ক রাখার জন্য কাজ করছেন

আজ কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস একটি ম্যাচ খেলছে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। পাঞ্জাব কিংস এখন পর্যন্ত আর্টটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে। যদিও কেকেআর ভালো ছন্দে নেই। আটটি ম্যাচে কেকেআরকে পাঁচটিতেই পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। কেকেআরের টপ অর্ডার অস্থির, মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব এবং স্পিন আক্রমণও প্রশ্নের মুখে।

রাসেল, রিঙ্কু এবং রমনদীপের মিডল অর্ডার ত্রয়ী ব্যর্থ, যার ফলে দলে পরিবর্তনের দাবি উঠেছে। এই ম্যাচে রমনদীপকে বাদ দেওয়া হয়েছে। 

দারুণ শুরু পঞ্জাবের

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস দুর্দান্ত শুরু করে। প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে এসে বিস্ফোরক ব্যাটিং করেন। দুজনের মধ্যে ১২০ রানের বড় জুটি গড়ে ওঠে। প্রিয়াংশ আর্য ৩৫ বলে ৬৯ রানের এক জ্বলন্ত ইনিংস খেলেন। রাসেল যখন বল করতে আসেন, তখন ১২তম ওভারে তার উইকেট পড়ে যায়। আর্য ৮টি চার এবং ৪টি ছক্কা মারেন। একই সাথে, প্রভসিমরানও বিস্ফোরক ব্যাটিং করেছিলেন। তিনি ৩৮ বলে পঞ্চাশ রান করেন। 

কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

পাঞ্জাব কিংস (প্লেয়িং ইলেভেন): প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জোশ ইঙ্গলিস, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, আজমতুল্লাহ উমরজাই, মার্কো জনসন, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

POST A COMMENT
Advertisement