রাত পোহালেই শুরু আইপিএল-এর (IPL 2025) মহারণ। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বিরাট কোহলি, আন্দ্রে রাসেলদের ছন্দে দেখা যাবে নাকি, বরুণ চক্রবর্তী, জস হ্যাজেলউডরা উইকেট পাবেন? অর্থাৎ শনিবার ইডেনের পিচ কেমন হবে? জানালেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।
রান হবে ইডেনে
ইডেনের পিচের প্রশংসা বরাবরই হয়ে থাকে। ক্রিকেটাররা এই মাঠে বারবার খেলতে চান। সুজন বলেন, 'অতীতেও টি২০ ক্রিকেটে বড় রান উঠেছে। এমনকি আড়াইশো রানের লক্ষ্য মাত্রা নিয়েও ম্যাচ জিতেছে দল। এবার কেমন পিচ হবে, সেইন পিছের কোন পরিবর্তন হবে না এখানে বড় রান উঠবে দর্শকরা যাতে খেলা দেখে আনন্দ পায়। সেই ব্যবস্থায়ী করা হবে একই সঙ্গে যারা খেলবে তারাও যেতে খেলে সন্তুষ্ট হয় সেই ধরনের উইকেটই বানানো হচ্ছে।'
ইডেনে বেশ অনেকদিন ধরেই অনুশীলন করছে কেকেআর দল। বৃহস্পতিবার বিকেল থেকে পুরোদমে অনুশীলন করেছে আরসিবিও। সুজনের দাবি, কেকেআর হোক বা আরসিবি কোন দলেরই প্র্যাকটিস উইকেট নিয়ে কোন অভিযোগ করেনি। এই প্রসঙ্গে সুজন মুখোপাধ্যায় বলেন, 'বেশ কয়েক দিন ধরে কেকেআর প্র্যাকটিস করেছে, আজ আরসিবিও অনুশীলন করল। তবে এখনও পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি। এর থেকে প্রমাণ হয় যে তাদের কোন সমস্যা হচ্ছে না প্র্যাকটিস উইকেট নিয়ে। কেকেআর দল প্রথম প্রথম আমাকে উইকেট নিয়ে পছন্দের কথা বলতো। কিন্তু তারপর থেকে কোনদিনই আমাকে বলেনি তাদের পছন্দের উইকেট তৈরি করার জন্য।'
বৃষ্টির সম্ভবনা
ইডেনে শনিবার বৃষ্টি হতে পারে। তবে তাতেও খেলায় তেমন প্রভাব পড়বে না বলে দাবি সুজনের। বৃষ্টির আধ ঘণ্টার মধ্যেই ম্যাচ আবার চালু হয়ে যাবে বলে জানালেন ইডেনের কিউরেটর। সুজন বলেন, 'বৃষ্টি যদি পড়তে থাকে তাহলে ম্যাচ হওয়া সম্ভব নয়। কিন্তু বৃষ্টি থেমে গেলে তার ৩০ মিনিটের মধ্যেই ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব আমাদের এখানে সেই পরিকাঠামো আছে।'