IPL 2025 KKR vs RCB: বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফে উঠতে পারবে KKR?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবার খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সমস্যায় পড়তে হতে পারে কলকাতাকে। কারণ এখন যা পরিস্থিতি তাতে কেকেআর-কে সব ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে, অন্য দলগুলির দিকেও। এর মধ্যে ম্যাচ ভেস্তে গেলে, ছিটকেই যাবে কলকাতা।

Advertisement
বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফে উঠতে পারবে KKR?কেকেআর বনাম আরসিবি ম্যাচ (ছবি- বিসিসিআই)

শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মরণবাঁচন ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে এই ম্যাচে জিততে না পারলে প্লে অফে যাওয়ার সমস্ত আশা শেষ হয়ে যাবে। বেঙ্গালুরুতে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে? কত পয়েন্ট পাবে কলকাতা?

ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা
এমনিতেই প্লে অফের আশা অনেকটাই কমে গিয়েছে কেকেআর-এর। এ ক্ষেত্রে ম্যাচ না হলে মাত্র ১ পয়েন্ট পাবে কলকাতা। তাতে প্লে অফের আশা আরও কমে যাবে কলকাতার। বেঙ্গালুরুতে রোজ সন্ধ্যায় নিয়ম করে চলছে ঝড় বৃষ্টি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থা বিশ্বমানের। বৃষ্টি থামলে ঘণ্টাখানেকের মধ্যে খেলা শুরু করে দেওয়া যায়। তবু, শঙ্কা থাকছে। 

পয়েন্ট টেবিলে কলকাতা কোথায়?
পয়েন্ট টেবিলে কেকেআর রয়েছে ৬ নম্বরে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে। বাকি দুই ম্যাচ জিতলে কেকেআর আটকে যাবে ১৫ পয়েন্টে। যেখানে গুজরাত টাইটান্স ও আরসিবি ইতিমধ্যেই ১৬ পয়েন্ট করে পেয়ে বসে আছে। পঞ্জাব কিংসের ঝুলিতে ১৫ পয়েন্ট। কেকেআরের প্লে অফ দরজা খুলতে পারে অলৌকিক কিছু হলে। যেখানে নিজেদের বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের দিকে। 

ম্যাচ ভেস্তে গেলে কেকেআর কত পয়েন্ট পাবে?
আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে? ১ পয়েন্ট পাবে কেকেআর। আর কোন সুযোগই থাকবে না প্লে অফের। আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে প্লে অফের দৌড় থেকে। বৃহস্পতিবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্র্যাক্টিস করেছে দুই দলই। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংহদের খোশমেজাজেই দেখিয়েছে। টেস্ট থেকে অবসরের পর ফের ক্রিকেট মাঠে নামছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার তিনিও অনুশীলন করলেন। কেকেআরের অধিনায়র অজিঙ্ক রাহানের সঙ্গে গল্পও করেন কোহলি। কী কথা হল তাঁদের? জল্পনা চলছে।

কেকেআরের দুই স্তম্ভ - দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে দলের প্রস্তুতি শিবিরে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন দলে যোগ দিয়েছেন। তবে ইংল্যান্ডের মইন আলি ও ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল খেলবেন না আইপিএলের বাকি অংশ। তাঁদের পরিবর্তে কাউকে নেওয়া হবে কি না, এখনও জানায়নি কেকেআর।

Advertisement

POST A COMMENT
Advertisement