আজ, ২২ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় টি-২০ লিগ, আইপিএল ২০২৫-এর ১৮তম সিজনের শুরু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ইডেন গার্ডেন্সে। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ আদৌ হবে কিনা, তাই নিয়ে তৈরি হয়েছে তুমুল অনিশ্চয়তা।
আইপিএল শুরুর ঠিক একদিন আগে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার ম্যাচের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় ভারতীয় আবহাওয়া দফতর (IMD) অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। এমনকি আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা ৯৭ শতাংশ। ফলে প্রথম ম্যাচেই বৃষ্টির কারণে খেলা পণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচও হয়েছিল KKR বনাম RCB-এর মধ্যে। ২০০৮ সালে সেই ম্যাচে KKR-এর ব্রেন্ডন ম্যাককালাম RCB-কে কার্যত ধ্বংস করেছিলেন। ম্যাককালাম ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেছিলেন। KKR সেই ম্যাচে ২০ ওভারে ২২২/৩ রান করেছিল, যা তখনকার টি-২০ ক্রিকেটে বিরল ছিল। RCB মাত্র ৮২ রানে অলআউট হয়ে গিয়েছিল।
এবারের প্রথম ম্যাচের আগে পরিসংখ্যান বলছে, IPL-এ KKR এবং RCB মোট ৩৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে KKR জিতেছে ২১ বার, আর RCB জিতেছে ১৪ বার। তবে শেষ ১০ ম্যাচে দুই দল ৫-৫টি করে ম্যাচ জিতেছে।
এই মরশুমে দুই দলই নতুন অধিনায়ক নিয়ে নামছে। KKR-এর নেতৃত্বে থাকছেন অজিঙ্ক রাহানে। আর RCB-এর অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন রজত পাতিদার।
একিউওয়েদারের রিপোর্ট অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ইডেনে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোর সম্ভাবনা কম। ক্রিকেটপ্রেমীদের জন্য বিষয়টি হতাশাজনক হতে পারে, কারণ ম্যাচের টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে।