গতবারের চ্যাম্পিয়ন। এবার তাই প্রত্যাশা অনেক বেশি কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে। এবারের দলে নেই শ্রেয়াস আইয়ার, গৌতম গম্ভীররা। চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (KKR vs RCB)। সেই ম্যাচে কেকেআর-এর দল কেমন হবে? নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের দলে কী কী বদল আসবে সেটাও দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
ওপেন কারা করবেন?
কেকেআর গত মরসুমে ওপেন করিয়েছিল সুনীল নারিনকে দিয়ে। গম্ভীরের সেই রণকৌশলই এবারও অনুসরণ করবে টিম ম্যানেজমেন্ট। এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাঁর সঙ্গী হতে পারেন কুইন্টন ডি কক। দলে রহমানুল্লাহ গুরবাজ থাকলেও, দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটারের উপরেই বেশি ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বরে নামতে পারেন অজিঙ্কা রাহানে। মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং ব্যাট করবেন বলে আশা করা হচ্ছে।
চার বোলার কারা?
দলে বোলার হিসেবে এলেও ওপেনিং-এ নিজের জায়গা পাকা করে ফেলেছেন নারিন। তাই শুধু ব্যাটিং তো নয়, চার ওভার বোলিংও করবেন ওয়েস্ট ইন্ডিজের মিস্ট্রি স্পিনার। কারণ তিনিই আইপিএল-এ কেকেআর-এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার। দলের বাকি চার বোলার আনরিখ নরকিয়া, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড
ব্যাটার: অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, অংকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে।
উইকেটকিপার-ব্যাটার: কুইন্টন ডি'কক, রহমানউল্লাহ গুরবাজ, লুবনিথ সিসোদিয়া।
অল-রাউন্ডার: বেঙ্কটেশ আইয়ার (ভাইস ক্যাপ্টেন), অনুকূল রায়, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন।
বোলার: এনরিখ নরকিয়া, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, স্পেনসার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
আরসিবি-র বিরুদ্ধে কেকেআর-এর সম্ভাব্য একাদশ
সুনীল নারিন, কুইন্টন ডি'কক/রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), বেঙ্কটেশ আইয়ার (ভাইস ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি/এনরিখ নরকিয়া, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।