IPL 2025, KKR vs RR: রাজস্থান ম্যাচে মাঠে নামার আগে বিরাট ধাক্কা খেল KKR, নেই এই তারকা; দলে মইন

প্রথম ম্যাচে রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৭ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগেই সমস্যা বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। শরীর ভাল না থাকায় দল থেকে বাদ পড়লেন সুনীল নারিন। তাঁর জায়গায় কেকেআর জার্সিতে অভিষেক হল মইন আলির। 

Advertisement
রাজস্থান ম্যাচে মাঠে নামার আগে বিরাট ধাক্কা খেল KKR, নেই এই তারকা; দলে মইনফ্রেমে অজিঙ্ক রাহানে

প্রথম ম্যাচে রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৭ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগেই সমস্যা বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। শরীর ভাল না থাকায় দল থেকে বাদ পড়লেন সুনীল নারিন। তাঁর জায়গায় কেকেআর জার্সিতে অভিষেক হল মইন আলির। 

কেকেআর-এর হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন নারিন। শুরুতে ব্যাট হাতে ঝড় তোলা হোক, বা বল হাতে বিপক্ষের সব প্রতিরোধ গুঁড়িয়ে দেওয়া। সবক্ষেত্রেই সুনীল নারিন অপরিহার্য নাম। দল যেখানে প্রথম ম্যাচ হেরে বসে আছে, সেই অবস্থায় দ্বিতীয় ম্যাচে তাঁকে না পাওয়া বড় ধাক্কা। সবচেয়ে বড় কথা হল, সুনীলের বিকল্প হয়ে ওঠার সেরকম কোনও সম্ভাবনা নেই মইনের। ভাল বল করতে পারলেও, মিস্ট্রি স্পিনারের মতো দক্ষতা নেই, ব্যাট হাতেও ততটা সড়গড় নন। 

পাশাপাশি আরও একটা চিন্তা থাকবে নাইটদের। তা হল, ঠিক কতদিন নারিনকে পাবে না কলকাতা? সেটা এখনও জানা যায়নি। ঠিক কী হয়েছে তাঁর সেটাও টসের সময় পরিস্কার করেননি দলের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে।  

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়‍্যালসের মধ্যে খেলা হচ্ছে। কেকেআর এবং রাজস্থান দলের মধ্যে লড়াই সবসময়ই উপভোগ্য। দুই দলের মধ্যে এখন পর্যন্ত মোট ৩০টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় দলই সমান ১৪টি করে ম্যাচ জিতেছে।

দুই দলে কারা?
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি'কক (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রমনদীপ সিং, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মইন আলি এবং অনরিখ নোখিয়া। পাশাপাশি স্পেনসার জনসন এবং বৈভব অরোরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।
রাজস্থান রয়‍্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), সিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা এবং ফজলহক ফারুকি। 

Advertisement

পাশাপাশি সঞ্জু স্যামসনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে।

POST A COMMENT
Advertisement