এখনও প্লে অফার (IPL Playoff) লড়াইয়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতবারের চ্যাম্পিয়নরা গত ম্যাচে জিতলেও কাঙ্খিত ফর্মে নেই। আর এর জেরেই সমস্যায় পড়তে হচ্ছে অজিঙ্কা রাহানেদের। এ বারের আইপিএলে (IPL) মাত্র ৪টি ম্যাচ জিতেছে। হার ৫ ম্যাচে। আর বৃষ্টির কারণে কেকেআরের একটি ম্যাচ অমীমাংসিত। এমন অবস্থায় দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর।
হাতে সেলাই পড়েছে রাহানের
তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে কেকেআর-এর চিন্তা ক্যাপ্টেন রাহানের চোট। অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) হাতে কয়েকটা সেলাই পড়েছে। এই পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি নামতে পারবেন রাহানে? কেকেআরের অনুরাগীদের মনে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলের তরুণ অলরাউন্ডার অনুকূল রায় অধিনায়ক রাহানের চোট নিয়ে আপডেট দিয়েছেন।
২-৩ দিন সময় লাগবে
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচের দিন আঙুলে চোট পেয়েছিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই চোটের অবস্থা কেমন? এই প্রসঙ্গে নাইট স্পিনার অনুকূল বলেন, ‘রাহানের চোট খুব গুরুতর মনে হচ্ছে না। হয়তো তা সেরে উঠতে ২-৩ দিন সময় লাগতে পারে। এ বিষয়ে যদিও ডাক্তাররা ঠিক মতো বলতে পারবেন। তবে আপাতত রাহানে ঠিকই আছেন। ওর কয়েকটা সেলাইও পড়েছে। তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব।’
অনুকূল যা জানিয়েছেন, তাতে হয়তো রবিবারের ম্যাচে রাহানেকে পাওয়া যাবে। নিজের চোট নিয়ে কী বলেছেন নাইট অধিনায়ক? দিল্লি-কেকেআর ম্যাচের শেষে রাহানে বলেন, ‘আমার চোট অতটাও গুরুতর নয়। ঠিকই আছি। আশা করি দ্রুত সেরে উঠব।’
উল্লেখ্য, দিল্লির বিরুদ্ধে ১১তম ওভারে আন্দ্রে রাসেলের ডেলিভারিতে ফাফ ডু’প্লেসির এক শট আটকাতে গিয়ে আঙুলে চোট পান রাহানে। যন্ত্রণায় তাঁর চোখ-মুখের ছাপ বদলে যায়। মাঠে হাজির হন ফিজিও। এরপর মাঠ ছাড়েন। তাঁর অনুপস্থিতিতে কেকেআরের সহ-অধিনায়ক সুনীল নারিন। শেষ অবধি ম্যাচ যায় কেকেআরের পক্ষে।