২০এমআই বনাম কেকেআর, আইপিএল ২০২৫, মুম্বাই ইন্ডিয়ান্সআইপিএল ২০২৫-এর ২০ নম্বর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (MI) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি হবে। দুই দলের মধ্যে এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জসপ্রীত বুমরা ফেরত আসবেন কিনা সেটাই এখন দেখার।
চলতি মরসুমে এখন পর্যন্ত ৩টি ম্যাচের মধ্যে ২ টিতেই জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন আরসিবি গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে শেষ ম্যাচে পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হবে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। মুম্বইয়ের জন্য সুখবর হলো, তাদের গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার জসপ্রীত বুমরা আরসিবির বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন। এই ম্যাচে খেলতেও পারেন তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সকে যদি তাদের অভিযান আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হয়, তাহলে তাদের ব্যাটসম্যানদের আরও ভালো পারফর্ম করতে হবে। মুম্বাইয়ের পক্ষ থেকে, কেবল সূর্যকুমার যাদব এবং রায়ান রিকেলটনই সামগ্রিকভাবে ভালো পারফর্ম করতে পেরেছেন। দলের
প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এখনও কোনও উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মাও তার ভালো শুরুকে বড় স্কোরে রূপান্তর করতে পারেননি। হাঁটুর চোটের কারণে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারেননি রোহিত। রোহিতকে এখন এই ম্যাচে খেলতে দেখা যাবে। দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে এই ইঙ্গিত দিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংও তেমন বিশেষ ছিল না। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাঁচ উইকেট পেলেও, মুম্বইয়ের বোলাররা রান থামাতে ব্যর্থ হন।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য প্লেয়িং-11: রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য (অধিনায়ক), মিচেল স্যান্টনার, জসপ্রীত বুমরা, ভিগনেশ পুথুর, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্লেয়িং-11: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিকল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, যশ দয়াল, জোশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার।