IPL 2025: ধোপে টিকল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তি, দেশের হয়ে না খেলে IPL-এ মুস্তাফিজুর

অবশেষে মিল ছাড়পত্র। আইপিএল (IPL 2025) খেলতে ভারতে আসছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে বাকি আইপিএল-এ খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা পেসারকে। শেষ পর্যন্ত নতিস্বীকার করতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board)। শেষ তিন লিগ পর্বের ম্যাচে খেলতে নামবেন মুস্তাফিজুর। 

Advertisement
ধোপে টিকল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তি, দেশের হয়ে না খেলে IPL-এ মুস্তাফিজুর এই ফ্রেমে দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান

অবশেষে মিল ছাড়পত্র। আইপিএল (IPL 2025) খেলতে ভারতে আসছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে বাকি আইপিএল-এ খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা পেসারকে। শেষ পর্যন্ত নতিস্বীকার করতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board)। শেষ তিন লিগ পর্বের ম্যাচে খেলতে নামবেন মুস্তাফিজুর। 

বুধবার আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, দিল্লি ক্যাপিটালস অজি তারকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলে দলে নিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এও জানানো হয় যে, মুস্তাফিজকে দলে নিতে ৬ কোটি টাকা খরচ হচ্ছে ক্যাপিটালসের। তবে মুস্তাফিজুর রহমান নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেটই চাননি। মুস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আমিরশাহি উড়ে যান দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। যার ফলে বাংলাদেশের পেসারকে আদৌ দিল্লি দলে পাবে কিনা, সেই বিশয়ে সংশয় দেখা দেয়।

শেষমেশ শুক্রবার বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে শর্তসাপেক্ষে মুস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়। শর্ত এটাই যে, বাকি আইপিএলের পুরো সময়টায় দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে পাবে না। তাঁকে লিগের খেলাগুলির জন্য ১ সপ্তাহের সময়সীমায় ভারতে আসার অনুমতি দিচ্ছে বিসিবি।

বাংলাদেশের হয়ে নয়, আইপিএল খেলবেন বাংলাদেশ তারকা
বাংলাদেশের হয়ে নয়, আইপিএল খেলতে আসছেন মুস্তাফিজুর। উল্লেখযোগ্য বিষয় হল, সোমবার আমিরশাহির বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-২০ ম্যাচ রয়েছে বাংলাদেশের। মুস্তাফিজুর রবিবার দিল্লি ক্যাপিটালসে যোগ দিলে তিনি বাংলাদেশের হয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামতে পারবেন না। অর্থাৎ, দেশের খেলা ছেড়ে আইপিএলে মাঠে নামবেন বাংলাদেশের তারকা পেসার।

আমিরশাহির বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচের শেষেই পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে পাকিস্তান। সেই সিরিজ শুরু হবে ২৫ মে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর। অর্থাৎ, বাংলাদেশের পেসার আইপিএলের আঙিনায় থাকবেন ১৮ থেকে ২৪ মে পর্যন্ত।
 

Advertisement

POST A COMMENT
Advertisement