আইপিএল-এ (IPL 2025) লিগের খেলা শেষ এবার শুরু প্লে অফ। বৃহস্পতিবার থেকেই শেষ চারের লড়াইয়ে নামবে দলগুলো। প্রথম দুইয়ে থাকা দল দুইবার ফাইনালে ওঠার সুযোগ পাবে। আর শেষ দুই দলের সামনে মাত্র একটা করেই সুযোগ। অর্থাৎ হারলেই এবারের আইপিএল থেকে বিদায়। এবার দেখে নেওয়া যাক কবে কোন দলের বিরুদ্ধে প্লে অফের ম্যাচ হবে।
চারটে দল কারা?
প্রথম হয়ে প্লে অফে উঠেছে পঞ্জাব কিংস (Punjab Kings)। দুই নম্বরে থেকে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। তিন নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আর চার নম্বরে লিগ পর্বের খেলা শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই চার দলের মধ্যে দুই দল ফাইনালে যাবে। পঞ্জাব কিংস আর আরসিবি-র লড়াই ছিল প্রথম দুইয়ের মধ্যে শেষ করার। গোটা মরসুমই ভাল ক্রিকেট খেলেছে দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দিকে পরপর ম্যাচ হেরে পিছিয়ে পড়লেও, দারুণ ভাবে ফিরে আসে।
কবে কাদের ম্যাচ?
বৃহস্পতিবার কোয়ালিফায়ার-১-এ আরসিবির সামনে পঞ্জাব। মোহালিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এলিমেনেটর ম্যাচ হবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে সেই মোহালিতেই। এই ম্যাচে বিজয়ী দল খেলবে পঞ্জাব-আরসিবি ম্যাচে হেরে যাওয়া দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে রবিবার, আহমেদাবাদে। যারা জিতবে তারা যাবে ফাইনালে। খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচ ৭ জুন আহমেদাবাদে।
মঙ্গলবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতে দুই নম্বরে লিগ অভিযান শেষ করেছে আরসিবি। ফলে তাদের সামনে দুইবার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। আইপিএল-এর ১৮-তম মরসুমে আরসিবি কি প্রথমবার চ্যাম্পিয়ন হবে তা জানা যাবে প্লে অফের ম্যাচ শুরু হলে। আর দুটো ম্যাচ বিরাটদের জিততে হবে। তা হলেই কাটবে ১৮ বছরের খরা। সেই লক্ষ্যেই এগোচ্ছেন জিতেশ শর্মারা। ২০০-র বেশি রান তাড়া করাটাও প্রায় জল ভাত করে ফেলেছেন তাঁরা।