IPL 2025: প্লে অফে কোন দলের বিরুদ্ধে কারা খেলবে? IPL-এর অঙ্কটি বুঝে নিন

গ্রুপ পর্বের বেশকিছু ম্যাচ বাকি থাকতেই আইপিএল-এর (IPL 2025) প্লে অফের চারটি দল ঠিক হয়ে গেল। বৃহস্পতিবারই মুম্বই বনাম দিল্লি (Mumbai Indians vs Delhi Capitals) ম্যাচের পর প্লে অফের চারটি দল ঠিক হয়ে যায়। কলকাতা এবারে প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করতে না পারলেও, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের জায়গা পাকা করেছে।

Advertisement
প্লে অফে কোন দলের বিরুদ্ধে কারা খেলবে? IPL-এর অঙ্কটি বুঝে নিনআইপিএল ২০২৫

গ্রুপ পর্বের বেশকিছু ম্যাচ বাকি থাকতেই আইপিএল-এর (IPL 2025) প্লে অফের চারটি দল ঠিক হয়ে গেল। বৃহস্পতিবারই মুম্বই বনাম দিল্লি (Mumbai Indians vs Delhi Capitals) ম্যাচের পর প্লে অফের চারটি দল ঠিক হয়ে যায়। কলকাতা এবারে প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করতে না পারলেও, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের জায়গা পাকা করেছে।

এবার প্রশ্ন হল, কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? একটা সময় শুরুতে টানা হয়ে লিগ টেবিলের শেষে ছিল মুম্বই। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে টানা ম্যাচ জিতে প্লে অফের টিকিট পাকা করে ফেলেছে হার্দিক পান্ডিয়ার দল। বর্তমানে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে পরের পর্বে গেল মুম্বই।

অন্যদিকে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে পঞ্জাব কিংস। শেষ ম্যাচ জিততে পারলে, তারা শীর্ষে থেকে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করবে। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন শ্রেয়াস আইয়াররা। সেই চেষ্টাই এখন চালাচ্ছে প্রীতি জিন্টার দল। উল্ল্যেখ্য, এখনও অবধি একবারও আইপিএল-এর ট্রফি জিততে পারেনি পঞ্জাব। 
 
তিন নম্বরে নেমে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। শেষ ম্যাচ তাদের হারতে হয়েছে হায়দরাবাদের কাছে। আটটা ম্যাচ জিতেছে, চারটে ম্যাচ হেরেছে বিরাট কোহলি, রজত পাতিদারদের দল। 

১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। তবে শেষ অবধি তারা শীর্ষস্থান ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন বড় ব্যাপার। ৯টা ম্যাচ জেতার পাশাপাশি মাত্র চারটে ম্যাচ হেরেছে তারা। 

আইপিএলের প্রথম প্লেঅফ ২৯ মে, দ্বিতীয় প্লেঅফ বা এলিমিনেটর ৩০ মে, তৃতীয় প্লেঅফ বা এলিমিনেটর পয়লা জুন। ফাইনাল ৩ জুন। ফলে এখনই বলা যাচ্ছে না কোন দল কাদের বিরুদ্ধে খেলবে। কারণ কিছু দলের এখনও ১টা করে ম্যাচ বাকি রয়েছে, আর অন্যদিকে কিছু দলের ২টি করে ম্যাচ বাকি।   

Advertisement

কীভাবে হবে প্লে অফের ম্যাচ?

প্রথমে থাকা দুই দল, কোয়ালিফায়ার ১-এ খেলবে।  তিন ও চার নম্বরে থাকা দুই দলের মধ্যে এলিমেনেটর ম্যাচে যারা জিতবে তারা খেলবে কোয়ালিফায়ার ১-এ হারা দলের বিরুদ্ধে। যারা জিতবে তারাই যাবে ফাইনালে।  

POST A COMMENT
Advertisement