IPL 2025 Points Table: কাল থেকে শুরু হচ্ছে IPL-এর দ্বিতীয় পর্ব, কোন দল পয়েন্ট টেবিলে কোথায়?

কাল থেকেই ফের শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। ভারত-পাকিস্তান (India vs Pakistan) উত্তেজনার কারণে মাঝপথে বাতিল হয়েছিল আইপিএল। এই বিরতির পর, ছন্দ বজায় রাখতে পারবে আইপিএল-এর দলগুলি? তা নিয়েও সংশয়। পয়েন্ট টেবিলে কোন দলে কোন জায়গায়? দেখে নিন

Advertisement
কাল থেকে শুরু হচ্ছে IPL-এর দ্বিতীয় পর্ব, কোন দল পয়েন্ট টেবিলে কোথায়?নব্য আইপিএল চ নতুন সময়সূচী

কাল থেকেই ফের শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। ভারত-পাকিস্তান (India vs Pakistan) উত্তেজনার কারণে মাঝপথে বাতিল হয়েছিল আইপিএল। এই বিরতির পর, ছন্দ বজায় রাখতে পারবে আইপিএল-এর দলগুলি? তা নিয়েও সংশয়। পয়েন্ট টেবিলে কোন দলে কোন জায়গায়? দেখে নিন

গুজরাত টাইটান্স

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শুভমান গিলের দল। ৮ ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গুজরাত। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

পয়েন্ট তালিকায় দুই নম্বরে আছে RCB। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট তাদেরও। তবে নেট রান রেটে পিছিয়ে থাকার জন্য দুইয়ে বিরাট কোহলির দল। শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের ম্যাচ। 

পঞ্জাব কিংস

ভালো ছন্দে ছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা। ৭ ম্যাচে জয়, ৩টিতে হেরেছে তারা। কলকাতার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পায় ওই ম্যাচ থেকে। পাশাপাশি দিল্লির বিরুদ্ধে ম্যাচও মাঝপথে খেলা বাতিল হয়। সেই ম্যাচ থেকেও পয়েন্ট পেতে পারে পঞ্জাব।

IPL পয়েন্ট টেবিল
IPL পয়েন্ট টেবিল

মুম্বই ইন্ডিয়ান্স

শুরুতে মুখ থুবড়ে পড়লেও টানা ৬ ম্যাচ জিতে দারুণ কামব্যাক করেছে হার্দিক পান্ডিয়ার দল। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে তারা।

দিল্লি ক্যাপিটালস

এই মরসুমে IPL-এ নজর রয়েছে দিল্লি ক্যাপিটালসের উপরেও। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন পাঁচে রয়েছে অক্ষর প্যাটেলের দল। বুধবার বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে টিমে নিয়েছে তারা।

কলকাতা নাইট রাইডার্স

গতবারের চ্যাম্পিয়ন KKR রয়েছে ষষ্ঠ স্থানে। ১২ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার ম্যাচ দিয়েই ফিরছে IPL।

লখনউ সুপার জায়ান্টস

এই মরসুমে সবচেয়ে বেশি হতাশ করেছেন ঋষভরা। ২৭ কোটি টাকায় তাঁকে দলে নিলেও ক্যাপ্টেন ও ব্যাটার- দু’দিক থেকেই ব্যর্থ তিনি। ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তাঁর দল লখনউ রয়েছে সাতে।

Advertisement

POST A COMMENT
Advertisement