IPL 2025: আগে দেশ, পরে খেলা! পাক হামলার জের, ধরমশালায় বাতিল IPL ম্যাচ

ধরমশালা থেকে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদে সরিয়ে আনতে বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ধর্মশালার সবচেয়ে কাছের বড় স্টেশন উনা থেকে ট্রেন ছাড়বে।

Advertisement
আগে দেশ, পরে খেলা! পাক হামলার জের, ধরমশালায় বাতিল IPL ম্যাচপঞ্জাব বনাম দিল্লির ম্য়াচ বাতিল
হাইলাইটস
  • নিরাপত্তার খাতিরেই এই কঠিন সিদ্ধান্ত
  • খেলোয়াড়দের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা
  • দেশ আগে, খেলা পরে

পাকিস্তানের হামলার জেরে আচমকাই বন্ধ হয়ে গেল IPL 2025-এর ধরমশালা ম্যাচ। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে চলছিল হাইভোল্টেজ ম্যাচ। পঞ্জাব ব্যাট করছিল, ১০.১ ওভারে প্রথম উইকেটের পতন হয়। ঠিক সেই সময় হঠাৎ করে একটি ফ্লাডলাইট নিভে যায়। প্রথমে দর্শকরা ভেবেছিলেন কোনও যান্ত্রিক গোলযোগ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও দুটি লাইট টাওয়ার নিভে যায়। গ্যালারিতে তখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দ্রুত দর্শকদের স্টেডিয়াম খালি করতে বলা হয়। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, IPL 2025 সম্পূর্ণ ভাবে বাতিল হয়ে যেতে পারে? সূত্রের খবর, বিসিসিআই এই বিষয়টি নিয়েও আলোচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

নিরাপত্তার খাতিরেই এই কঠিন সিদ্ধান্ত

IPL কর্তৃপক্ষ পরে নিজেদের অফিসিয়াল X অ্যাকাউন্টে জানিয়েছে, ম্যাচ বাতিল করা হয়েছে। এত বড় মাপের টুর্নামেন্টে এই ধরনের পরিস্থিতি খুব বিরল। নিরাপত্তার খাতিরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানানো হয়েছে।

BCCI সচিব দেবজিত সইকিয়া সাংবাদিক বৈঠকে বলেন, 'আমরা সমস্ত দিক বিবেচনা করে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। শুধু ধর্মশালা নয়, সীমান্তের ওপার থেকেও উত্তেজনা বাড়ছে। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। দেশের স্বার্থে যা যা করা দরকার, সব করব।'

খেলোয়াড়দের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা

ধরমশালা থেকে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদে সরিয়ে আনতে বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ধর্মশালার সবচেয়ে কাছের বড় স্টেশন উনা থেকে ট্রেন ছাড়বে। ইতিমধ্যেই খেলোয়াড়দের সেখানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছে আসলে?

বৃহস্পতিবার পাকিস্তান একের পর এক হামলা চালায় জম্মুতে। রকেট ছোড়া হয় জম্মু বিমানবন্দরের দিকে। ভারতও দ্রুত জবাব দেয়। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ছোড়া রকেটগুলি মাঝপথেই ধ্বংস করে দেয়। এছাড়া জম্মু-কাশ্মীরের উদমপুর এবং রাজস্থানের জয়সলমেরেও ড্রোন হামলার চেষ্টা হয়। আখনুরে এক ড্রোন গুলি করে নামানো হয়।

Advertisement

সবচেয়ে বড় খবর হলো, পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান ভারত গুলি করে নামিয়েছে। সীমান্তে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে IPL-এর মতো বড় টুর্নামেন্টের উপরও।

BCCI জানিয়েছে, পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশ আগে, খেলা পরে

ক্রিকেট ভারতের ধর্ম বললেও, জাতীয় নিরাপত্তা সবকিছুর ঊর্ধ্বে। ধরমশালার এই ঘটনায় ফের সেই কথাই প্রমাণিত হল। যেখানে মানুষের জীবনের ঝুঁকি, সেখানে ক্রিকেটের মতো বিনোদনমূলক খেলা কিছুই নয়। তাই পরিস্থিতি বিবেচনা করে BCCI যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরাও।

POST A COMMENT
Advertisement