IPL 2025 RCB vs SRH: দলে ফিরছেন রজত-সল্ট, SRH-এর বিরুদ্ধে শীর্ষে ওঠার লড়াইয়ে চনমনে RCB

ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে এবারের আইপিএল-এর প্লে অফে কোন চার দল উঠেছে। তবে এবার শীর্ষে ওঠার লড়াই। আর সেই লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের আগে দারুণ খবর বিরাট কোহলিদের জন্য। চোট সারিয়ে দলে ফেরত এসেছেন রজত পাতিদার।

Advertisement
দলে ফিরছেন রজত-সল্ট, SRH-এর বিরুদ্ধে শীর্ষে ওঠার লড়াইয়ে চনমনে RCB

ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে এবারের আইপিএল-এর প্লে অফে কোন চার দল উঠেছে। তবে এবার শীর্ষে ওঠার লড়াই। আর সেই লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের আগে দারুণ খবর বিরাট কোহলিদের জন্য। চোট সারিয়ে দলে ফেরত এসেছেন রজত পাতিদার।

গ্রুপ পর্ব শেষের বেশ কয়েকটা ম্যাচ আগে নিশ্চিত হয়ে গিয়েছে গতকাল মুম্বই ইন্ডিয়ান্স জেতার সঙ্গে সঙ্গে। যা বিগত বেশ কয়েকটা আইপিএলে কখনও দেখা যায়নি। গত কয়েক বছরে কখনও এত আগে প্লে অফের চারটে টিম নিশ্চিত হয়ে যায়নি। তবে এতে কিছুটা লাভই হয়েছে চার দলের। কারণ তারা দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন, নতুন কিছু ক্রিকেটারকে। পাশাপাশি ফর্মে ফেরার সুযোগও পাচ্ছেন ছন্দে না থাকা ক্রিকেটাররা। 

শুধু রজত নয়, বিস্ফোরক ইংরেজ ওপেনার ফিল সল্ট-দু’জনেই সুস্থ। খেলতে তৈরি। 'সত্যি বলতে, আমরা আইপিএলের মাঝে বিরতি নিয়ে বিশেষ ভাবিনি। টিমের ছেলেরা গোটা মরশুম জুড়ে ভালো ক্রিকেট খেলেছে। দারুণ পারফর্ম করেছে। বরং মাঝে বাড়তি সময় পেয়ে লাভ হয়েছে আমাদের। কারণ, যে দু’একজন ক্রিকেটার চোট পেয়েছিল, তারা ফিট হয়ে গিয়েছে। পাতিদার ডান হাতের আঙুলে চোট পেয়েছিল। কিন্তু ও এখন ফিট। মাঠে নামতে প্রস্তুত। সল্ট আবার জ্বরে ভুগছিল। ও-ও সুস্থ হয়ে উঠেছে। অবশ্যই সবাই চেয়েছিল, টুর্নামেন্ট কোনও বিঘ্ন ছাড়া পরিকল্পনা মতো শেষ হোক। কিন্তু কখনও কখনও অনেক বড়-বড় জিনিস ঘটে। তার সঙ্গে মানিয়ে নিতে হবে।' বলে দিয়েছেন ফ্লাওয়ার।

আজকের ম্যাচ সহ প্লে অফ-সহ সমস্ত ম্যাচ আরসিবি খেলবে বেঙ্গালুরুর বাইরে। শুক্রবারের ম্যাচ চিন্নাস্বামীতে খেলা হওয়ার কথা থাকলেও। দুর্যোগের পূর্বাভাসের কারণে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লখনউয়ে। 'বেঙ্গালুরুতে খেলতে পারছি না বলে সত্যিই খারাপ লাগছে। প্রথম দিকে ঘরের মাঠে আমরা জিততে পারছিলাম না। কিন্তু পরের দিকে আমরা ঘরের মাঠেও জিততে চেয়েছিলাম। তবে এটাও ঠিক, এবার অ্যাওয়ে ম্যাচেও আমরা ভালো খেলেছি।' জানান ফ্লাওয়ার।

Advertisement

POST A COMMENT
Advertisement