IPL 2025 Royal Challengers Bangalore Captain: বিরাট নয়, চলতি মরসুমের জন্য এই তারকাকে ক্যাপ্টেন করল RCB

েআইপিএল ২০২৫-এর (IPL 2025) জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এই মরসুমের জন্য আরসিবি-র ক্যাপ্টেন হচ্ছেন রজত পাতিদার (Rajat Patidar) । শোনা গিয়েছিল, বিরাট কোহলি ফের এই দলের ক্যাপ্টেনের দায়িত্ব নিতে পারেন। তবে শেষ অবধি তা হল না। 

Advertisement
বিরাট নয়, চলতি মরসুমের জন্য এই তারকাকে ক্যাপ্টেন করল RCBবিরাট কোহলি, রজত পতিদার

েআইপিএল ২০২৫-এর (IPL 2025) জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এই মরসুমের জন্য আরসিবি-র ক্যাপ্টেন হচ্ছেন রজত পাতিদার (Rajat Patidar) । শোনা গিয়েছিল, বিরাট কোহলি ফের এই দলের ক্যাপ্টেনের দায়িত্ব নিতে পারেন। তবে শেষ অবধি তা হল না। 

দফায় দফায় ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে পোস্ট করতে থাকে আরসিবি। জানানো হয়, একজন ভারতীয়ই এবারের ক্যাপ্টেন হবেন। রজতের এর নাম ঘোষণা করা হয় দুপুর ১২ টা নাগাদ। জল্পনা ছিল মূলত, বিরাট কোহলি ও রজত পাতিদারের মধ্যে। এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। এবার সেই সাফল্য পেতে মরিয়া আরসিবি। গত মরসুমে আইপিএল-এর প্লে অফে উঠেছিল আরসিবি। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে তারা। বিরাট নিজে থেকেই ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিলেন। সেই কথা মেনে নেয় আরসিবি। সেই কারণেই এবারেও বিরাটকে দায়িত্ব দেওয়া হল না।   

আরসিবি-র স্কোয়াড- বিরাট কোহলি: ২১ কোটি টাকা, রজত পতিদার: ১১ কোটি টাকা, যশ দয়াল: ৫ কোটি টাকা, জশ হেজেলউড: ১২.৫ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা), ফিল সল্ট: ১১.৫ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা), জিতেশ শর্মা: ১১ কোটি টাকা (বেস প্রাইস ১ কোটি টাকা), ভুবনেশ্বর কুমার: ১০.৭৫ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা), লিয়াম লিভিংস্টোন: ৮.৭৫ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা), রাসিখ দার: ৬ কোটি টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা), ক্রুণাল পান্ডিয়া: ৫.৭৫ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা), টিম ডেভিড: ৩ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা), জেকব বেটহেল: ২.৬ কোটি টাকা (বেস প্রাইস ১.২৫ কোটি টাকা), সুয়াশ শর্মা: ২.৬ কোটি টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা), নুয়ান থুশারা: ১.৬ কোটি টাকা (বেস প্রাইস ৭৫ লাখ টাকা), রোমারিও শেফার্ড: ১.৫ কোটি টাকা (বেস প্রাইস ১.৫ কোটি টাকা), স্বপ্নিল সিং: ৫০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা) (আরটিএম), মনোজ ভানডাগে: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা), স্বস্তিক চিকারা: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা), দেবদূত পাডিক্কাল: ২ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা), মোহিত রাঠি: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা), লুঙ্গি এনগিদি: ১ কোটি টাকা (বেস প্রাইস ১ কোটি টাকা), অভিনন্দন সিং: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।

Advertisement

POST A COMMENT
Advertisement