IPL 2025 New Schedule: আগের মতোই দেশজুড়ে ম্যাচ, শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করতে পারে BCCI

IPL 2025 টুর্নামেন্ট ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাঝপথেই থমকে গিয়েছিল। তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে ফের টুর্নামেন্টের তোড়জোড় শুরু করল বিসিসিআই (BCCI)। বোর্ড সূত্রে খবর, শুধু দক্ষিণ ভারত নয়, আগের মতোই সারা দেশ জুড়ে বাকি ম্যাচগুলি হবে।

Advertisement
আগের মতোই দেশজুড়ে ম্যাচ, শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করতে পারে BCCIIPL 2025-এর নতুন শিডিউল।
হাইলাইটস
  • IPL 2025 টুর্নামেন্ট ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাঝপথেই থমকে গিয়েছিল।
  • যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে ফের টুর্নামেন্টের তোড়জোড় শুরু করল বিসিসিআই (BCCI)।
  • আগের মতোই সারা দেশ জুড়ে বাকি ম্যাচগুলি হবে।

IPL 2025 টুর্নামেন্ট ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাঝপথেই থমকে গিয়েছিল। তবে যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে ফের টুর্নামেন্টের তোড়জোড় শুরু করল বিসিসিআই (BCCI)। বোর্ড সূত্রে খবর, শুধু দক্ষিণ ভারত নয়, আগের মতোই সারা দেশ জুড়ে বাকি ম্যাচগুলি হবে। খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা হতে পারে।

বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, 'ভারত-পাকিস্তান সংঘাত থেমেছে। আগে কিছু ম্যাচ শুধু দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদেই হবে বলে ঠিক হয়েছিল। তবে এখন আর সেই ব্যাপার নেই।সারা দেশের বিভিন্ন শহরেই বাকি খেলাগুলি হতে পারে।'

প্রথমে মনে করা হয়েছিল, দক্ষিণের তিন শহরেই বাকি ১৬টি ম্যাচ হবে। তবে এখন বোর্ড সিদ্ধান্ত বদল করতে পারে।

বোর্ড সূত্রে খবর, IPL ফের চালু করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছে বিসিসিআই। কয়েকজন বিদেশি ক্রিকেটার ইতিমধ্যে নিজের দেশে ফিরে গিয়েছেন। তাঁদের পাওয়া যাবে কি না, তা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

বোর্ড কর্তা আরও জানিয়েছেন, 'ফ্যানদের চিন্তার কিছু নেই। বিসিসিআই সব স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। খুব তাড়াতাড়িই ফের আইপিএল শুরু হতে পারে।' তিনি আরও বলেন, 'রবিবার (১১ মে) বা সোমবার (১২ মে) বিসিসিআই-এর মিটিংয়ে নতুন তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।'

উল্লেখ্য, ভারত-পাকিস্তান টানাপোড়েনের জেরে শুক্রবার IPL এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে ফের টুর্নামেন্ট চালু হতে পারে।

IPL 2025: এখনও পর্যন্ত যা যা ঘটেছে 

এবারের আইপিএল-এ ইতিমধ্যেই ৫৭টি ম্যাচ হয়ে গিয়েছে। ৫৮ নম্বর ম্যাচটি ৮ মে ধর্মশালায় ছিল। পঞ্জাব কিংস (PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস (DC) মধ্যে খেলাও চলছিল। কিন্তু ১০.১ ওভারের পরেই খেলা বন্ধ হয়ে যায়।

সেই সময় পঞ্জাব কিংস ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ১২২ রান। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৭০ রান করেছিলেন। ৫টি চার ও ৬টি ছয় মেরেছিলেন। প্রভসিমরন সিং ২৮ বলে ৫০ এবং শ্রেয়াস আইয়ার (০) নট আউট ছিলেন। সব মিলিয়ে খেলা বেশ জমেই উঠেছিল।

সেই ম্যাচ ফের নতুন করে হবে কিনা, সেই বিষয়ে এখনও বোর্ড কিছু জানায়নি।

Advertisement

এখনও পর্যন্ত লিগ স্টেজে ১২টি ম্যাচ বাকি। তার পর রয়েছে ৪টি প্লে-অফ ম্যাচ। প্রাথমিক সূচি অনুযায়ী, হায়দরাবাদে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হওয়ার কথা ছিল। কলকাতায় কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল।

এর আগেও ভেস্তে গিয়েছিল আইপিএল

২০০৯ সালে লোকসভা ভোটের কারণে দক্ষিণ আফ্রিকায় IPL হয়েছিল। ২০২০ সালে কোভিডের বাড়বাড়ন্তের জেরে টুর্নামেন্ট হয় UAE-তে। ২০২১ সালে ভারতে বায়ো-বাবল, নানা সাবধানতা মেনে খেলা শুরু হলেও সংক্রমণ ছড়াতে শুরু করে। সেই কারণে ফের বন্ধ হয় আইপিএল। পরে সেপ্টেম্বরে আবার খেলা হয়।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের জন্য দুই ভাগে টুর্নামেন্ট হয়েছিল। প্রথম ভাগে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ২১টি ম্যাচ হয়েছিল। পরে নির্বাচনের তারিখ ঠিক হলে দ্বিতীয় ভাগ ও প্লে-অফের সূচি প্রকাশ হয়।

আগের সূচি অনুযায়ী যেখানে খেলা হওয়ার কথা ছিল-

  1. পঞ্জাব কিংস vs দিল্লি ক্যাপিটালস – ৮ মে, ধর্মশালা (স্থগিত হয়েছে)

  2. এলএসজি vs আরসিবি – ৯ মে, লখনউ

  3. এসআরএইচ vs কেকেআর – ১০ মে, হায়দরাবাদ

  4. পঞ্জাব কিংস vs মুম্বই ইন্ডিয়ান্স – ১১ মে, ধর্মশালা

  5. দিল্লি ক্যাপিটালস vs গুজরাট টাইটান্স – ১১ মে, দিল্লি

  6. সিএসকে vs আরআর – ১২ মে, চেন্নাই

  7. আরসিবি vs এসআরএইচ – ১৩ মে, বেঙ্গালুরু

  8. গুজরাট vs এলএসজি – ১৪ মে, আহমেদাবাদ

  9. মুম্বই vs দিল্লি – ১৫ মে, মুম্বই

  10. আরআর vs পঞ্জাব – ১৬ মে, জয়পুর

  11. আরসিবি vs কেকেআর – ১৭ মে, বেঙ্গালুরু

  12. গুজরাট vs সিএসকে – ১৮ মে (দুপুর), আহমেদাবাদ

  13. এলএসজি vs এসআরএইচ – ১৮ মে (রাত), লখনউ

  14. কোয়ালিফায়ার ১ – ২০ মে, হায়দরাবাদ

  15. এলিমিনেটর – ২১ মে, হায়দরাবাদ

  16. কোয়ালিফায়ার ২ – ২৩ মে, কলকাতা

  17. ফাইনাল – ২৫ মে, কলকাতা

POST A COMMENT
Advertisement