SRH vs CSK IPL 2025 Chepauk: চেন্নাইয়ের মাটিতে ইতিহাস গড়ল সানরাইজার্স! CSK-কে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়

টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই প্রথম বলেই হারায় শেখ রাশিদকে। ব্রেভিস ৪২ রান করে দলের ইনিংস টানার চেষ্টা করেন। তবে হর্ষল প্যাটেলের বিধ্বংসী স্পেলে ধস নামে। শেষ দিকে দীপক হুডার ২২ রানের ইনিংস CSK-কে ১৫৪ পর্যন্ত নিয়ে যায়।

Advertisement
চেন্নাইয়ের মাটিতে ইতিহাস গড়ল সানরাইজার্স! CSK-কে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়চেন্নাইয়ের মাটিতে ইতিহাস গড়ল সানরাইজার্স! CSK-কে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়

SRH vs CSK IPL 2025  Chepauk First Win CSK Loses 4th Match at Home Harshal Patel 4 Wickets: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2025-এর ম্যাচ নম্বর ৪৩-এ সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে (CSK) ৫ উইকেটে হারিয়ে চমক দেখাল। ২৫ এপ্রিল, শুক্রবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (চেপক) অনুষ্ঠিত ম্যাচে SRH টিম ১৫৫ রানের লক্ষ্য তাড়া করে ১৮.৪ ওভারে ম্যাচ জিতে নেয়। এই প্রথমবার তারা চেপকে CSK-কে হারাতে সক্ষম হলো। ম্যাচে হর্ষল প্যাটেল তুলে নেন ৪টি উইকেট, যা SRH-এর জয়ের ভিত গড়ে দেয়।

চেন্নাইয়ের ঘরের মাঠে প্রথম জয় SRH-এর
ম্যাচের শুরুতে SRH-এর ব্যাটিং কিছুটা 흔ে গেলেও কমিন্দু মেন্ডিস (৩২*) এবং নীতীশ রেড্ডির (১৯*) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ SRH-কে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এর আগে প্রথম ওভারেই আউট হন অভিষেক শর্মা (০)।

CSK ইনিংস - ব্যর্থ ওপেনিং, ঝলক ব্রেভিসের
টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই প্রথম বলেই হারায় শেখ রাশিদকে। ব্রেভিস ৪২ রান করে দলের ইনিংস টানার চেষ্টা করেন। তবে হর্ষল প্যাটেলের বিধ্বংসী স্পেলে ধস নামে। শেষ দিকে দীপক হুডার ২২ রানের ইনিংস CSK-কে ১৫৪ পর্যন্ত নিয়ে যায়।

বোলিং হিরো হর্ষল
SRH-এর হয়ে হর্ষল প্যাটেল ৪ উইকেট নেন। কমিন্স এবং উনাদকট পান ২টি করে উইকেট। CSK তাদের হোমগ্রাউন্ডে টানা ৪র্থ ম্যাচ হারল, যা এই মরশুমে তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স।

চেন্নাই সুপার কিংস (CSK) একাদশ
শেখ রাশিদ, আয়ুষ মাত্ৰে, স্যাম কারেন, রবীন্দ্র জাডেজা, ডেওয়াল্ড ব্রেভিস, শিভম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক হুডা, নূর আহমেদ, খালিল আহমেদ, মথীশা পাথিরানা
ইম্প্যাক্ট সাব: অংশুল কম্বোজ

সানরাইজার্স হায়দরাবাদ (SRH) একাদশ
অভিষেক শর্মা, ঈশান কিশান, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, কমিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, মোহাম্মদ শামি

ইম্প্যাক্ট সাব: ট্র্যাভিস হেড

 

POST A COMMENT
Advertisement