IPL 2025 SRH vs LSG: নিলামে দল পাননি, ৪ উইকেট নিয়ে দুরন্ত কিষানদের আটকালেন এই তারকা

এবারের আইপিএল-এ (IPL 2025) দারুণ শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। তবে বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants) দলের বোলার শার্দুল ঠাকুর আটকে দিলেন হায়দরাবাদের রান। ভারতীয় পেস অ্যাটাক দেখে এলএসজিকে নিয়ে আইপিএল শুরুর আগে অনেকে খুব বেশি নম্বর দিতে না চাইলেও বেশ ভালই নজর কাড়লেন এদিন।

Advertisement
নিলামে দল পাননি, ৪ উইকেট নিয়ে দুরন্ত কিষানদের আটকালেন এই তারকা২০২৫ সালের আইপিএলে এলএসজি দলের হয়ে শার্দুল ঠাকুর

এবারের আইপিএল-এ (IPL 2025) দারুণ শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। তবে বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants) দলের বোলার শার্দুল ঠাকুর আটকে দিলেন হায়দরাবাদের রান। ভারতীয় পেস অ্যাটাক দেখে এলএসজিকে নিয়ে আইপিএল শুরুর আগে অনেকে খুব বেশি নম্বর দিতে না চাইলেও বেশ ভালই নজর কাড়লেন এদিন।

গত মরসুমে হেরেছিল লখনউ
এর আগে শেষ যখন লখনউ সুপার জায়ান্ট এবং সানরাইজার্স হায়দারাবাদ ম্যাচেই হেরে দলের ক্যাপ্টেন কেএল রাহুলকে তুলোধনা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেবার ওপেনিং জুটিতেই হেড এবং অভিষেক শর্মা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিলেন। বৃহস্পিতবারের ম্যাচেও অনেকে ভেবেছিলেন, হয়ত শার্দুল ঠাকুর-আবেশ খানদের বোলিং লাইন আপকে ফের শাসন করবেন হেড, অভিষেক শর্মা, ইশান কিষানরা। কিন্তু আসল সময়ই দুরন্ত বোলিং করলেন শার্দুল ঠাকুর। খেলার গতির বিরুদ্ধে তিনি নিজের দ্বিতীয় ওভারে পরপর দুটি উইকেট নিয়ে নিলেন।

জোড়া উইকেট শার্দুলের
এর আগের ম্যাচেও প্রথম ওভারে বোলিং করতে এসে শার্দুল ঠাকুর জোড়া উইকেট নিয়েছিলেন। যদিও দল হেরেছিল, তবে এদিনের ম্যাচেও ফের একবার নজর কাড়লেন তিনি। প্রথম ওভারে দিলেন মাত্র ৬ রান। পরের ওভারে তিনি বোলিং করতে এসেই জোড়া উইকেট নিয়ে ফেরালেন অভিষেক শর্মা এবং গত ম্যাচে শতরান করা ইশান কিষানকে।

অভিষেক শর্মার উইকেট
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই অভিষেক শর্মা আউট হলেন শার্দুলের বোলিংয়ে। ফাইন লেগের দিকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হলেন। এরপর দ্বিতীয় বলে ইশান কিষান লেগ সাইডে শট খেলতে গিয়ে ধরা দিলেন ঋষভ পন্তের হাতে। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা কোনও মতে আটকালেন নীতীশ রেড্ডি। অথচ এই শার্দুল দলই পাননি আইপিএলের নিলামে। মোহসিন খান চোট পাওয়ায় তিনি দলে সুযোগ পেয়েছিলেন। আর পরপর দুই ম্যাচেই এক ওভারে দুটি করে উইকেট নিলেন তিনি।

POST A COMMENT
Advertisement