ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) মেগা নিলাম হবে ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায়। তার আগে IPL ২০২৫ কবে থেকে শুরু হবে, জানিয়ে দিল বিসিসিআই। আগামী বছর আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। ফাইনাল ম্যাচ হবে ২৫ মে।
২৩ ও ২৪ নভেম্বর আইপিএল-এর মেগা নিলাম। ৫৭৪ জন প্লেয়ারকে শর্টলিস্ট করা হয়েছে নিলামে অংশ নেওয়ার জন্য।এই নিলামে ১৫৭৪ জন প্লেয়ার আবেদন করলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছিলেন এক হাজার জন। ৫৭৪ জন প্লেয়ারের মধ্যে শুধুমাত্র সর্বোচ্চ ২০৪ জন প্লেয়ার বিক্রি করা যাবে। এবার মোট ৬৪১ কোটি টাকা বাকি ১০টি দলের পার্সে।
ফাইনাল ম্যাচ কবে হবে?
IPL 2025 শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল ম্যাচটি ২৫ মে খেলা হবে। আইপিএল ম্যাচের পূর্ণ সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বিসিসিআই-এর তরফে।
আইপিএল নিলামের জন্য সংক্ষিপ্ত ৫৭৪ জন খেলোয়াড়ের তালিকায়, ৮১ জন প্লেয়ার রয়েছেন, যাঁদের বেস প্রাইস ২ কোটি টাকা। যেখানে ২৭ জন প্লেয়ারের বেস প্রাইস রাখা হয়েছে ১.৫ কোটি টাকা। এগুলি ছাড়াও ১.২৫ কোটি, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লাখ, ৪০ লাখ এবং ৩০ লাখ বেস প্রাইসের প্লেয়াররাও রয়েছেন তালিকায়।
কারা এবারের আইপিএল-এ নিলামে উঠবেন?
এবার নিলামে উঠছেন ঋষভ পন্ত, কেএল রাহুল, মহম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো বড় খেলোয়াড়রা। সকলেই নিজেদের তালিকাভুক্ত করেছেন ২ কোটি টাকা বেস প্রাইসে। যেখানে বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, জেমস অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ফাফ ডু প্লেসিসের মতো তারকারা।
আইপিএল নিলামে পঞ্জাব কিংসের কাছে সবচেয়ে বেশি ১১০ কোটি টাকা থাকবে। নিলামের আগে পঞ্জাব মাত্র দুই খেলোয়াড়কে (শশাঙ্ক সিং ও প্রভসিমরান সিং) ধরে রেখেছে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে ৮৩ কোটি টাকা বাকি আছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। নিলামে রাজস্থান রয়্যালসের সর্বনিম্ন পার্স (৪১ কোটি) থাকবে। কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ৫১ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ৪৫ কোটি টাকা। দিল্লির ক্যাপিটালসের হাতে রয়েছে ৭৩ কোটি ও গুজরাত টাইটান্স-এর কাছে রয়েছে ৬৯ কোটি টাকা।