IPL 2025: এবারের IPL কবে থেকে? তারিখ জানিয়ে দিলেন বোর্ডকর্তা

২১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2025)। জানিয়ে দিলেন বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। ইন্ডিয়া টূডেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন রাজীব। তবে কবে প্লে অফ ও ফাইনাল ম্যাচ হবে সে ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি। 

Advertisement
এবারের IPL কবে থেকে? তারিখ জানিয়ে দিলেন বোর্ডকর্তাআইপিএল ট্রফি 2023

২১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2025)। জানিয়ে দিলেন বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। ইন্ডিয়া টূডেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন রাজীব। তবে কবে প্লে অফ ও ফাইনাল ম্যাচ হবে সে ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি। 

ইতিমধ্যেই সমস্ত দল তাদের টিম গোছানোর কাজ শুরু করে দিয়েছে। বিসিসিআই নতুন কোষাধক্য ও সচিবের নাম ঘোষণা করেছে। রবিবার তাঁরা দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি মহিলাদের প্রিমিয়ার লিগ কোথায় হবে তা নিয়েও কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গিয়েছে। আইপিএল-এর পাশাপাশি বিসিসিআই-এর এই গুরুত্বপূর্ণ বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও আলোচনা হয়েছে। জানা গিয়েছে, জানুয়ারির ১৮ বা ১৯ তারিখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও চূড়ান্ত বৈঠকে বসবে বোর্ড। রবিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএল কমিশনার নিয়োগও এক বছরের জন্য করা হয়েছে। জানিয়ে রাখি বিসিসিআই-এর নতুন সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হন। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।। ডিসেম্বরে জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর সাইকিয়া বিসিসিআইয়ের অন্তর্বর্তী সচিব হিসাবে কাজ করছিলেন। এখন তিনি পুরো সময়ের দায়িত্ব পেয়েছেন।   

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কবে দল ঘোষণা করা হবে?

ভারতীয় দল আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে। এর জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজও হবে। টি- টোয়েন্টির জন্য দল ঘোষণা করা হয়েছে। যদিও ওয়ানডে সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। ভাইস প্রেসিডেন্ট রাজীবকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সভায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল নির্বাচন করা হবে। এ দিন দলও ঘোষণা করা হতে পারে। এই পর্বে রাজীব শুক্লা জানিয়েছেন যে আইপিএল ২০২৫ মরসুমের প্রথম ম্যাচটি ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement