IPL 2025 Kolkata Knight Riders: এ মরসুমেও ওপেন করবেন নারিন? ক্যারেবিয়ান তারকার ইচ্ছে...

গত মরসুমে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knighr Riders) মেন্টর হয়ে ওপেন করতে পাঠিয়েছিলেন সুনীল নারিনকে (Sunil Narine)। দারুণ ছন্দে ছিলেন ক্যারেবিয়ান অলরাউন্ডার। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৮৮ রান। ওপেন করতে নেমে দারুণ একটা ভিতের উপর দলকে দাঁড় করিয়ে দিয়েছিলেন দলকে। চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নারিনের ইনিংস একটা বড় ভূমিকা নিয়েছিল। এবারও কি ওপেন করতে নামবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা?

Advertisement
এ মরসুমেও ওপেন করবেন নারিন? ক্যারেবিয়ান তারকার ইচ্ছে...সুনীল নারিন

গত মরসুমে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knighr Riders) মেন্টর হয়ে ওপেন করতে পাঠিয়েছিলেন সুনীল নারিনকে (Sunil Narine)। দারুণ ছন্দে ছিলেন ক্যারেবিয়ান অলরাউন্ডার। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৮৮ রান। ওপেন করতে নেমে দারুণ একটা ভিতের উপর দলকে দাঁড় করিয়ে দিয়েছিলেন দলকে। চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নারিনের ইনিংস একটা বড় ভূমিকা নিয়েছিল। এবারও কি ওপেন করতে নামবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা?

ওপেন করতে চান নারিন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়নরা। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারিন বলেন, 'শুরুতে ফ্যাঞ্চাইজি ক্রিকেটকে শুধুমাত্র আর পাঁচটা টুর্নামেন্টের মতো মনে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে এবং এটা একটা পরিবারের মতো হয়ে ওঠে। এটা আমার কাছে পারিবারিক একটা দলের মতো। যতবার আমি নাইট রাইডার্সের লোগো নিয়ে খেলি, মনে হয় এখানেই আমার জায়গা।' সুনীল কিন্তু প্রস্তুত যে কোনও জায়গায় ব্যাট করার ক্ষেত্রে। তবে ওপেন করতে যে তিনি পছন্দ করেন সেটাও জানাতে ভুললেন না। বলেন, 'সেই সুনীল নারিন বলছেন, 'দলের প্রয়োজনে যে কোনও পজিশনেই নামব। আমি ওপেন করতেই পছন্দ করি। তবে সবটাই দলের উপরে নির্ভর করছে।' 

গম্ভীরকে মিস করব
এ বছর নাইট রাইডার্সে যেমন নেতৃত্বের পরিবর্তন হয়েছে, তেমনই মেন্টরেও। শ্রেষস আয়ারের জায়গায় নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে। তেমনই মেন্টর গৌতম গম্ভীরের জায়গায় ডোয়েন ব্রাভো। নেতৃত্বের পরিবর্তন হলেও নারাইন সাফল্যের ব্যাপারে আশাবাদী, 'গম্ভীরের অভাব বোধ করব। তবে নিশ্চিত, পেছন থেকে আমাদের সমর্থন করবেন। ব্রাভোর টি২০-তে সবচেয়ে বেশি উইকেট আছে। ওর প্রচুর জ্ঞান এবং প্রবল জয়ের খিদে। জানে কীভাবে জিততে হয়। আশা করছি আলাদা কিছু হবে না। আর রাহানে অভিজ্ঞ ক্রিকেটার এবং নেতা। ওকে সাহায্য করার জন্য সিনিয়ররা আছে।'   

বরুণকে কেউ বুঝতে পারে না
নাইটদের হয়ে এই নিয়ে ১৪ বছর মাঠে নামতে চলেছেন সুনীল। বরুণের সঙ্গে তাঁর জুটি প্রসঙ্গে নারিন বলেন, 'আমরা একসঙ্গে ভাল বোলিং করি। বছরের পর বছর ধরে এটা প্রমাণ করেছি। বরুণকে পাশে পাওয়াটা সবসময়ই ভাল। বিপক্ষের ওপর ও চাপ বজায় রাখে। এমন অনিশ্চয়তা তৈরি করে, বিপক্ষ বুঝতেই পারে না। এটাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হবে।' এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন বরুণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচে তুলে নিয়েছেন ৯ উইকেট। আইপিএলেও চমক দেখানোর অপেক্ষায় এই রহস্যময় স্পিনার।

Advertisement

POST A COMMENT
Advertisement