
ভারতীয় দলে তিনি ব্রাত্য। আইপিএল-এও গত মরসুমে সেভাবে কিছু করতে পারেননি। তবুও আইপিএল-এর রিটেনশনের তালিকা দেওয়ার আগের দিনই শিরোনামে মহম্মদ শামি। শোনা যাচ্ছে, পরের মরসুমে তিনি আর সানরাইজার্স হায়দরাবাদ দলে থাকছেন না। দল বদল করছেন অন্যান্য তারকাদের মতোই।
ইএসপিএন ক্রিকইনফো-র খবর অনুযায়ী, ১০ কোটি টাকায় লখনউ সুপার জায়েন্টে যোগ দিতে চলেছেন বাংলার পেসার। যদিও এ খবর এখনও সরকারিভাবে সামনে আসেনি। শনিবার বিকেল ৫টায় রিটেনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে। তার এগে ট্রেডিং-এর বিভিন্ন খবর আইপিএল তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করছে। তবে সেখানে এখনও দেখা যায়নি শামির নাম।
রঞ্জি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছেন চোট থেকে ফিরে আসা শামি। ফলে তাঁকে নিয়ে আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই রনজি ট্রফির তিনটি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন। তিনটি ম্যাচ মিলিয়ে ৯৩ ওভার বোলিং করে নিজের ফিটনেসের প্রমাণ চেষ্টা করেছেন। তবে ত্রিপুরার বিরুদ্ধে নিজের শেষ খেলা ম্যাচে কোন উইকেট পাননি। তবে নিজের সেরাটা দিয়ে বোলিং করেছিলেন।
বাংলা টিম ম্যানেজমেন্টের দাবি, মহম্মদ শামির ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। এই মুহূর্তে ওর দলের সুযোগ পাওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ডাক না পেয়ে শামি রঞ্জিতে এই খেলবেন। এর আগে আগরকর বলেছিলেন, "এটা রঞ্জির প্রথম রাউন্ড চলছে। আমরা আরও কয়েকটি ম্যাচে দেখতে পারব ও ফিট কিনা। যদি ও নিজের পূর্ণ ক্ষমতা দিয়ে ভালো বোলিং করে, তাহলে শামির মতো খেলোয়াড়কে কে না চাইবে?'
ফলে পরিস্থিতি যা তাতে একটা ব্যাপার পরিস্কার, ভারতীয় দলের জার্সি ফের গায়ে চাপাতে হলে, লাগাতার ভাল পারফর্ম করে যেতে হবে শামিকে। রঞ্জি তো বটেই এমনকি আইপিএল-এও নিজেকে প্রমাণ করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে শামির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমন গিল। তিনি বলেন, ' 'শামি ভাই যথেষ্ট ভাল বোলার। ওর মতো বোলার কম আছে। যদিও এখন দলে যারা আছে তারা ভালই খেলছে।' যদিও শামি ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন কিনা সেটা নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি গিল। সরাসরি নির্বাকদের কোর্টে বল ঠেলে দিয়ে তাঁর মন্তব্য, ' শামি ভাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে কি না সেই বিষয় নির্বাচকরা ভাল বলতে পারবেন।'