মস্তাফিজুর রহমানদাম উঠেছিল ৯ কোটি ২০ লক্ষ টাকা। মোস্তাফিজুর রহমানকে দলে নিতে ঝাঁপিয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। লড়াইয়ে ছিল চেন্নাই সুপার কিংসও। তবে শেষ হাসি হাসে কেকেআরই। তবে এর পরেই শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশি তারকা পেসারকে নিয়ে। তাঁর পুরো সার্ভিস কি আদৌ পাওয়া যাবে? সেটাই এখন বড় প্রশ্ন।
কেন মোস্তাফিজুরকে পাওয়া নিয়ে সমস্যা?
আসলে বাংলাদেশ এখন ওডিআই-তে আইসিসি র্যাঙ্কিং-এ ১০ নম্বরে রয়েছে। নিয়ম অনুযায়ী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে, ২০২৭-এর ১৫ ফেব্রুয়ারির মধ্যে র্যাঙ্কিংয়ে অন্তত ৯–এ থাকতে হবে। কারণ প্রথম ৯টি দল সরাসরি সুযোগ পায় বিশকাপে খেলার। তাই বাংলাদেশকে এখন ওয়ানডেতে পরপর জিততে হবে। সেটা না হলে সমস্যা আরও বাড়বে। সে কারণেই মোস্তাফিজুরকে এনওসি দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তা হলে কি এবারের আইপিএল-এ দেখা যাবে না ফিজকে?
কবে ম্যাচ রয়েছে বাংলাদেশের?
আগামী বছর এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল অবধি চলবে একদিনের সিরিজ। ম্যাচগুলো খেলতে ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজুর। এবারের আইপিএল শুরু হবে ২৬ মার্চ। ফাইনাল ৩১ মে। ফলে আইপিএল-এর মাঝপথে তাঁকে দেশে ফিরে যেতে হবে।
বিসিবি ক্রিকেট প্রধান নাজমূল বলেন, ‘ওয়ানডেতে আমরা জানি যে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপার আছে। ওই জায়গাটাতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা (মোস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে) পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটাতে নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।’
কিন্তু প্রশ্ন হল, আইপিএল খেলতে খেলতে জাতীয় দলের হয়ে নেমে পরতে হলে মানিয়ে নিতে সমস্যা হবে না মোস্তাফিজুরের? এ প্রশ্নের উত্তরে নাজমুল বলেন, 'ও যে পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সব হিসাব-নিকাশ করেই দেখেছি যে ওর উপস্থিতিটা আমাদের জন্য জরুরি। আমাদের যে শক্তি আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা।'