KKR Captain In IPL 2025 : IPL-এ দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে, ঘোষণা KKR-র

Ajinkya Rahane : কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। নাম ঘোষমা করা হল কেকেআর-এর তরফে। সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের।

Advertisement
 IPL-এ দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে, ঘোষণা KKR-র   Ajinkya Rahane
হাইলাইটস
  • কেকেআর-এর অধিনায়কের নাম ঘোষণা
  • দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে

কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। নাম ঘোষমা করা হল কেকেআর-এর তরফে। সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। টিম ম্যানেজম্যান্টের এই সিদ্ধান্তে খুশি রাহানে। 

KKR-এর সিইও ভেঙ্কি মাইসোর জানান, 'অজিঙ্কা রাহানের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য তাঁকে অধিনায়ক করা হয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে সহ অধিনায়ক করা হয়েছে। দুজনের মিলিত অভিজ্ঞতা দলকে এগিয়ে নিয়ে যাবে। গতবারের মতো এবারও আমরা চ্যাম্পিয়ন হব বলে আশা করছি।' 

অজিঙ্কা রাহানে বলেন, 'KKR-এর অধিনায়কত্ব পেয়ে আমি খুশি। এই দলটি আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল ফ্রাঞ্চাইজি। মনে হয়, একটা ব্যালেন্সড দল তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। সবার সঙ্গে কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি। সব রকমের চ্যালেঞ্জ নিতে তৈরি। গতবার যেভাবে খেলেছিলাম সেভাবে খেলে ট্রফি ধরে রাখাটা আমাদের কাছে চ্য়ালেঞ্জের।' 

প্রসঙ্গত, এবারের অকশনে ভেঙ্কটেশ আইয়ারকে রেকর্ড দামে কিনেছে শাহরুখ খানের দল। ২৩.৭৫ কোটি টাকায় তাঁকে দলে ধরে রেখেছে কেকেআর। রাহানে এর আগেও দলের সদস্য ছিলেন। তাঁকেও টিমে নিয়েছে কলকাতা। 

অজিঙ্কা রাহানে এর আগে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন। সেখানে আইয়ার ২০২৩ সালে ভাইস ক্যাপ্টেন ছিলেন। শুধু তাই নয় টেস্টে রাহানে টিম ইন্ডিয়াকেও নেতৃত্ব দিয়েছেন। সেই রাহানের উপরই ভরসা রাখছে কেকেআর।  

এবার IPL-এর সফর শুরু কেকেআর শুরু করবে ঘরের মাঠ থেকেই। ২২ তারিখ ইডেন গার্ডেন্সে বেঙ্গালুরুর সঙ্গে খেলবে রাহানের দল। 

POST A COMMENT
Advertisement