IPL Mega Auction 2025: ২০৪ জন প্লেয়ারের উপর ৬৪১ কোটি টাকার বৃষ্টি, নিলামে খেলা ঘোরাতে পারে কোন টিম?

এখনও পর্যন্ত আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার মিচেল স্টার্ক। ২০২৪ সালের আইপিএল-এ স্টার্ককে ২৪.৫০ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনি এবারও ২ কোটি টাকার বেস প্রাইস নিয়ে নিলামে উঠেছেন। ২০২৩ সালে বিশ্বকাপে চোট নিয়ে জেরবার হয়েছেন মহম্মদ শামি।

Advertisement
২০৪ জন প্লেয়ারের উপর ৬৪১ কোটি টাকার বৃষ্টি, নিলামে খেলা ঘোরাতে পারে কোন টিম?আইপিএল নিলাম ২০২৫
হাইলাইটস
  • এঁরা সবাই নিজেদের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন
  • শামি ও স্টার্ক দুজনেরই বেস প্রাইস ২ কোটি টাকা
  • IPL নিলামে কোন টিম খেলা ঘুরিয়ে দিতে পারে?

IPL 2025 Mega Auction: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) মেগা নিলাম আসন্ন। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে বসবে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলামের আসর। ভারতীয় সময় দুপুর ৩টেয় শুরু হবে মেগা নিলাম। এবারের নিলামে ১৫৭৪ জন প্লেয়াল রেজিস্টার্ড করিয়েছিলেন। তার মধ্যে ১ হাজার প্লেয়ার বাদ পড়েছেন। ৫৭৪ জন প্লেয়ার উঠছেন নিলামে। 

এঁরা সবাই নিজেদের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন

১০টি টিমের কাছে মোট ৬৪১ কোটি টাকা রয়েছে। সব মিলিয়ে ২০৪ জন প্লেয়ারকে তারা কিনতে পারবে। এর মধ্যে বেশ কয়েজন প্লেয়ার রয়েছেন, যাঁদের উপর টাকার বৃষ্টি হতে চলেছে। এবারের নিলামে উঠছেন ঋষভ পন্ত, কেএল রাহুল, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবীচন্দ্রণ অশ্বিন, যুজবেন্দ্র চাহালের মতো তারকা প্লেয়াররা। এঁরা সবাই নিজেদের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন। বিদেশি প্লেয়ারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জোস বাটলার, ডেভিড ওয়ার্নার, জেমস অ্যান্ডারসন, ফাফ ডুপ্লেসির মতো প্লেয়াররাও রয়েছেন নিলামে। দেখার বিষয় হল, এই তালিকায় টাকার অঙ্কে কে কাকে হারাতে পারেন।

শামি ও স্টার্ক দুজনেরই বেস প্রাইস ২ কোটি টাকা

এখনও পর্যন্ত আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার মিচেল স্টার্ক। ২০২৪ সালের আইপিএল-এ স্টার্ককে ২৪.৫০ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনি এবারও ২ কোটি টাকার বেস প্রাইস নিয়ে নিলামে উঠেছেন। ২০২৩ সালে বিশ্বকাপে চোট নিয়ে জেরবার হয়েছেন মহম্মদ শামি। দীর্ঘ বিশ্রামের পর রঞ্জিতে বাংলার হয়ে দুর্দান্ত কামব্যাক করলেন শামি। যদিও তাঁকে রিটেইন করেনি গুজরাত টাইটান্স। ২ কোটি টাকা বেস প্রাইস নিয়ে শামিও নিলামে রয়েছেন।

IPL নিলামে কোন টিম খেলা ঘুরিয়ে দিতে পারে?

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হাতে টিম তৈরির জন্য ১২০ কোটি টাকা রয়েছে পকেটে। রিটেনশনের পর পঞ্জাব কিংসের হাতে ১১০.৫ কোটি টাকা রয়েছে। একাধিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যাদের হাতে এতটাই টাকা আছে যে তারা ৫০ কোটি টাকা দিয়েও কোনও প্লেয়ারকে কিনে নিতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ৮৩ কোটি, দিল্লি ক্যাপিটালস-এর হাতে ৭৩ কোটি, গুজরাত টাইটান্সের হাতে ৬৯ কোটি, লখনউ সুপার জায়ান্টসের হাতে ৬৯ কোটি, চেন্নাই সুপার কিংসের হাতে ৫৫ কোটি, কলকাতা নাইট রাইডার্সের হাতে ৫১ কোটি, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ৪৫ কোটি টাকা, সাইনরাইজার্স হায়দরাবাদের হাতে ৪৫ কোটি ও রাজস্থান রয়্যালসের হাতে ৪১ কোটি টাকা রয়েছে খরচ করার জন্য। 

Advertisement

POST A COMMENT
Advertisement