আইপিএলআইপিএল ২০২৬ মিনি অকশনের ঘণ্টা বেজে গেল। আগামী ১৬ ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই মিনি অকশন। তার ঠিক সাত দিন আগে এই অকশনে সুযোগ পাওয়া ৩৫০ ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করল BCCI। যদিও নিলামে উঠতে নাম লিখিয়েছিলেন প্রায় ১৩৯০ জন ক্রিকেটার। ফলে কার্যত হাজারের বেশি ক্রিকেটারকে নিলামে ওঠার মতোও যোগ্য মনে করেনি বোর্ড। তবে ৩৫০ জনকে বাছাই করা হলেও এই নিলামে দল পাবেন মাত্র ৭৭ জন খেলোয়াড়ই।
বিশেষ বিষয় হল, এই তালিকায় ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়দের তালিকায় নাম রয়েছে ৭ বাংলাদেশি খেলোয়াড়েরও। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। অন্যদিকে, প্রাথমিক তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশিদের বেস প্রাইস হিসেবে সর্বোচ্চ দাম ২ কোটি টাকার (রুপি) তালিকায় নথিভুক্ত হয়েছেন পেসার মুস্তাফিজুর। রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের বেস মূল্য রয়েছে ৭৫ লক্ষ টাকা (রুপি) ও স্পিনার রাকিবুলের বেস প্রাইস রয়েছে ৩০ লক্ষ টাকা।
KKR-এ কোনও বাংলাদেশি সুযোগ পাবেন?
উল্লেখ্য বিষয় হল, এবার KKR সবচেয়ে বেশি টাকা (৬৪ কোটি ৩০ লাখ ) নিয়ে নিলামে নামছে। ৬ বিদেশিসহ মোট ১৩জনকে তারা কিনতে পারবে। এক্ষেত্রে প্রশ্ন হল কোনও বাংলাদেশি খেলোয়াড় কি কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাবেন?
বর্তমানে KKR টিমে জায়গা পাকা করেছেন অজিঙ্ক রাহানে, অংকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রামদীপ সিং, রিঙ্কু সিং, রোভমান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।
KKR টিমে কারা জায়গা পেতে পারেন?
স্কোয়াডের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে এই টিমে অভাব রয়েছে একজন জোরে বোলারের। সেক্ষেত্রে অপশন হতে পারেন মুস্তাফিজুর রহমান। IPL-এ ধোনির নেতৃত্বে খেলার অভিজ্ঞতা রয়েছে ফিজ-এর। ফলে তিনি টিমে এলে সমৃদ্ধ হবে KKR-এর বোলিং বিভাগ। কেকেআর-এ জায়গা পেতে পারেন রিশাদ হোসেনও। তাঁর ব্যাটিং ও লেগ স্পিনিংয়েও সমৃদ্ধ হতে পারে নাইটরা। বিশেষ করে কম দামে এই দুই খেলোয়াড়কে পাওয়া গেলে নাও মিস করতে পারে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি।