আইপিএল (IPL 2025) অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার কথা ঘোষণা করে দিল বিসিসিআই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চলতি মরসুম মাঝপথে স্থগিত করা হয়েছে। ৯ মে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বৈঠকের পর এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে কোন ম্যাচ হবে না। এখন বিসিসিআইয়ের প্রথম অগ্রাধিকার হলো বিদেশী খেলোয়াড়দের দেশে পাঠানো। বিসিসিআই শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করবে।
বৃহস্পতিবার পঞ্জাব কিংস (PBKS) এবং দিল্লি ক্যাপিটালস (DC) এর মধ্যে ম্যাচ মাঝপথেই বন্ধ হয়ে যায়। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে, ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HPCA) স্টেডিয়ামটি খালি করে দেওয়া হয়েছে। ধরমশালা থেকে খেলোয়াড়দের দিল্লিতে আনার জন্য একটি বিশেষ ট্রেন চালানো হয়েছিল।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কী হবে?
বিদেশি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দ্রুত ভারত ছাড়ার ব্যবস্থা করছে বিসিসিআই। জানা যাচ্ছে আজ থেকেই বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত-পাক উত্তেজনার কারণে নিজেদের দেশের ক্রিকেটারদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
কবে শুরু হতে পারে আইপিএল?
জানা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচ ফের শুরু হতে পারে জুলাই-আগস্ট মাসে। সেই সময় ভারতের বাংলদেশ সফরে যাওয়ার কথা থাকলেও, তা বাতিল করে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগ প্রায় একই সঙ্গে আয়োজিত হচ্ছিল। পিএসএল ২০২৫ শুরু হয়েছিল ১১ এপ্রিল। যেখানে আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। ২০২৫ সালের আইপিএল মেগা নিলামের পরে পিএসএল ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল, যাতে কেবলমাত্র সেই খেলোয়াড়দের নেওয়া হয় যারা আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। ডেভিড ওয়ার্নার, ড্যারেল মিচেল, জেসন হোল্ডার, র্যাসি ভ্যান ডার ডুসেন এবং কেন উইলিয়ামসনের মতো বড় খেলোয়াড়রা পিএসএলে খেলতে থাকেন। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে এই ক্রিকেটারদের কোনও দলই কেনেনি।
বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বোমা বিস্ফোরণের হুমকি মেল এসেছিল। তার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও একই রকম মেল করা হয়েছিল। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নষ্ট করতে অপরেশন চালায় ভারত। এরপরেই তীব্র উত্তেজনা শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গী নিধন করতে শুরু করে। সেই অপারেশনের নাম দেওয়া হয়, অপারেশন সিঁদুর। সেটা এখনও জারি রয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীরে ৯ টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় সবকটি জঙ্গি শিবির। মৃত্যু হয় অন্তত ১০০ জনের।
এরপরেই পাল্টা আঘাত করতে গিয়ে মুখ পোড়ে পাকিস্তানের। একের পর এক পাক ড্রোন ও মিসাইল নষ্ট করে ভারতের সেনারা।