IPL Tickets: মহার্ঘ IPL টিকিট, ৪০% GST বেড়ে কত টাকা হল?

পণ্য পরিষেবা কর (GST) কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলেও, ক্রিকেটের ক্ষেত্রে টিকিটের দাম বাড়তে চলেছে। গত বছর পর্যন্ত ১৮ শতাংশ জিএসটি লাগত ক্রিকেট ম্যাচের টিকিট কাটতে। এবার তা আরও বেড়ে হয়েছে ৪০ শতাংশ। অর্থাৎ এবারে আইপিএল-এও টিকিটের দাম বাড়ছে।

Advertisement
মহার্ঘ IPL টিকিট, ৪০% GST বেড়ে কত টাকা হল?আইপিএল-এর দর্শকরা
হাইলাইটস
  • আইপিএল-এর টিকিটের দাম বাড়ল
  • এবার দিতে হবে ৪০ শতাংশ জিএসটি

পণ্য পরিষেবা কর (GST) কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলেও, ক্রিকেটের ক্ষেত্রে টিকিটের দাম বাড়তে চলেছে। গত বছর পর্যন্ত ১৮ শতাংশ জিএসটি লাগত ক্রিকেট ম্যাচের টিকিট কাটতে। এবার তা আরও বেড়ে হয়েছে ৪০ শতাংশ। অর্থাৎ এবারে আইপিএল-এও টিকিটের দাম বাড়ছে।

প্রতি বছরেই দুই মাসের জন্য চলে আইপিএল (IPL 2026)। আর সেই সময় ভররা থাকে দেশের প্রায় প্রত্যেক স্টেডিয়াম। দেশ বিদেশের তারকাদের দেখতে ভিড় জমান সাধারণ ক্রিকেট প্রেমীরা। টিকিটের হাহাকার চারিদিকে। এর মধ্যেই টিকিটের দাম বাড়তে চলেছে। নতুন জিএসটি কাঠামোর সবচেয়ে উপরে রাখা হয়েছে ক্রিকেট ম্যাচের টিকিটকে। কেন্দ্রীয় সরকার আইপিএল-কে এবার ব্যয়বহুল বিনোদন হিসেবে দেখছে। আর সেই কারণেই বাড়তে চলেছে জিএসটি। 

ফলে বাড়তে চলেছে আইপিএল-এর ম্যাচ দেখার খরচ। আগে যে সমস্ত টিকিটের দাম ছিল ১০০০ টাকা। সেই টিকিটের জন্য ১২৮০ টাকা খরচ করতে হত। তা এবার বেড়ে হচ্ছে, ১৪০০ টাকা। ৫০০ টাকার টিকিটের দাম এখন ৬৪০ টাকার পরিবর্তে ৭০০ টাকা। আর ২০০০ টাকার টিকিটের দাম এখন ২,৫৬০ টাকার পরিবর্তে ২,৮০০ টাকা। 

বিলাসবহুল গাড়ি, মোটর সাইকেল, রেসিং কারের ক্ষেত্রে এবার জিএসটি দিতে হবে ৪০ শতাংশ। তবে শুধু এসব ক্ষেত্রেই নয়, সিগারেট, চুরুট সহ তামাকাজাত নানা পণ্যের ক্ষেত্রেও ৪০ শতাংশ জিএসটি আরোপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

তবে যেটা বড় খবর সেটা হল, শুধুমাত্র আইপিএল-এর টিকিটের ক্ষেত্রেই এই জিএসটি বাড়তে চলেছে। সাধারণ ম্যাচের ক্ষেত্রে টিকিটের দামে ১৮ শতাংশ জিএসটি বহাল থাকছে। সেক্ষেত্রে কোনও বাড়তি টাকা দিতে হবে ক্রিকেটপ্রেমীদের। আরও একটা বড় ব্যাপার হল, বিনোদনের মধ্যে পড়ে সিনেমাও, সেই সিনেমার টিকিটের ক্ষেত্রে ৫ শতাংশ জিএসটি দিতে হবে। আগে ১২ শতাংশ জিএসটি দিতে হত। তবে ১০০ টাকা বা তার নিচের দামের ক্ষেত্রে এই কর প্রযোজ্য। টিকিটের দাম ১০০ টাকার বেশি হলে ১৮ শতাংশ কর দিতে হবে।     

Advertisement

POST A COMMENT
Advertisement