জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে দফায় দফায় গুলির লড়াই। যার জেরে জখম হয়েছেন ২ জন পুলিশ কর্মী। গত নিয়ে চারদিন ধরে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যে ২ জঙ্গিও খতম হয়েছে।
সূত্রের খবর, ওই এলাকার কাছাকাছি অবস্থিত জঙ্গলে আত্মগোপন করেছিল রয়েছে ৪ থোকে ৫ জন জঙ্গি। নির্দিষ্ট খবর পেয়ে সেখানে হানা দেয় যৌথবাহিনী। জঙ্গিদের খোঁজ শুরু হয়।
এর আগে হীরানগর সেক্টর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে জাখোল গ্রামের কাছে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে গত রবিবার গুলি বিনিময় হয়েছিল দুই পক্ষের। আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে সেনা পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, গত পাঁচ দিন ধরেই জম্মু ও কাশ্মীরের পুলিশের ডিজি নলিন প্রভাতের নেতৃত্বে জম্মুর হীরানগরের বিভিন্ন এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের যৌথ দল। জঙ্গিদের খুঁজতে প্যারা কমান্ডো বাহিনী নামানো হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে যাদের ধরা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি পুলিশের তরফে।
হীরানগরে সংঘর্ষস্থলের কাছে নিরাপত্তা বাহিনী চারটি লোডেড এম4 কার্বাইন ম্যাগাজিন, দু’টি গ্রেনেড, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, স্লিপিং ব্যাগ, ট্র্যাকস্যুট, বেশ কয়েকটি খাবারের প্যাকেট এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির জন্য ব্যবহৃত পৃথক পলিথিন ব্যাগ উদ্ধার করে ।
প্রসঙ্গত, ২০২৪ সালে জম্মু অঞ্চলে ধারাবাহিক হামলা এবং এনকাউন্টারে ১৮ জন নিরাপত্তা কর্মী এবং ১৩ জন সন্ত্রাসবাদী-সহ মোট ৪৪ জন নিহত হয়েছে । সরকারি তথ্য অনুসারে, ২০২৪ সালে ডোডা, কাঠুয়া এবং রিয়াসি জেলায় ন’টি করে হত্যার ঘটনা ঘটেছে ৷