চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলে জসপ্রীত বুমরাকে রাখলেও তাঁর খেলা নিয়ে সংশয়। সিডনি টেস্টে প্রথম ইনিংস চলাকালীন চোট পান ভারতের তারকা ফাস্ট বোলার। দ্বিতীয় ইনিংসে বল করতেই পারেননি তিনি। সেই সময় থেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন ফ্যানরা। এরপর তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শোনা যায়। সেই সময় সেই চিন্তা আরও বাড়ে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেলেন বুমরা।
বুমরা সম্পর্কে প্রধান নির্বাচক অজিত আগরকার বলেন, 'ওকে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। বিসিসিআই মেডিকেল টিম তার সম্পর্কে আপডেট জানাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে করুণ নায়ারের পক্ষে এই দলে জায়গা করা খুবই কঠিন। তবে এই বিষয়ও আমরা লক্ষ্য রাখছি।'
দলে জায়গা পেলেন না সিরাজ
ভারতীয় দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। চোট পাওয়া জসপ্রীত বুমরাও দলে জায়গা পেয়েছেন। যেখানে যশস্বী জয়সওয়াল প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। ফাস্ট বোলার মহম্মদ শামিও ১৪ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হবে পাকিস্তান ও দুবাইয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। অন্যদিকে ভারতীয় দল ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, আরশদীপ সিং, ওয়াশিংটন সুন্দর।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দলের মধ্যে মোট ১৫টি ম্যাচ হবে। দলগুলোকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। একই গ্রুপ-এ-তে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে বাকি দুই দল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। যেখানে গ্রুপ-বি-তে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ডকে। ৮টি দলই নিজ নিজ গ্রুপে ৩টি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে, দ্বিতীয়টি হবে লাহোরে। এরপর ফাইনাল ম্যাচ খেলা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ
এ- পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ
গ্রুপ বি- দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পূর্ণ সময়সূচি...
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড,
২৭ ফেব্রুয়ারি লাহোর পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
১ মার্চ- দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি
২ মার্চ- নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
৪ মার্চ - সেমিফাইনাল-১, দুবাই
৫ মার্চ সেমিফাইনাল-২, লাহোর
৯ মার্চ - ফাইনাল, লাহোর (ভারত) ফাইনালে উঠলে দুবাইয়ে খেলা হবে)
১০ মার্চ- রিজার্ভ ডে