IPL KKR : দাম ২৫.২০ কোটি টাকা, IPL-এ সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়কে কিনে নিল KKR

বিদেশি খেলোয়াড়দের মধ্য়ে এর আগে সবথেকে দামি ছিলেন অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ক। তবে গ্রিন সেই রেকর্ড ভাঙলেন। বামহাতি ফাস্ট বোলার স্টার্ককে কেকেআর আইপিএল ২০২৪ নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল।

Advertisement
দাম ২৫.২০ কোটি টাকা, IPL-এ সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়কে কিনে নিল KKRক্যামেরন গ্রিন ও শাহরুখ খান
হাইলাইটস
  • বিদেশি খেলোয়াড়দের মধ্য়ে এর আগে সবথেকে দামি ছিলেন অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ক
  • তবে গ্রিন সেই রেকর্ড ভাঙলেন

আইপিএল-র নিলামে কলকাতাস নাইট রাইডার্সের বিরাট সিদ্ধান্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে কিনল KKR। তাঁকে নেওয়া হয়েছে ২৫.২০ কোটি টাকার বিনিময়ে। 

বিদেশি খেলোয়াড়দের মধ্য়ে এর আগে সবথেকে দামি ছিলেন অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ক। তবে গ্রিন সেই রেকর্ড ভাঙলেন। বামহাতি ফাস্ট বোলার স্টার্ককে কেকেআর আইপিএল ২০২৪ নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল। ভারতীয়দের মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পন্থ। গতবার তাঁকে ২৭ কোটি টাকায় কেনে লখনউ সুপার জায়ান্টস।

ক্যামেরন গ্রিনকে নিয়ে নিলাম হয় টানটান। মুম্বই ইন্ডিয়ান্স গ্রিনের জন্য প্রথম ২ কোটি টাকা দর হাঁকে। রাজস্থান রয়্যালসও একই দর হাঁকে। কলকাতা নাইট রাইডার্স এরপর ২.৮ কোটি টাকা ডাকে। নিলামের দাম দ্রুত ৮ কোটি টাকায় পোঁছে যায়। তখন কেকেআর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। টিমটি ক্যামেরনকে নেওয়ার জন্য ১১.৮ কোটি টাকা পর্যন্ত দর হাঁকে। যা তাদের মোট টাকার ৮০ শতাংশেরও বেশি। এদিকে কলকাতা রাজস্থানের ১২ কোটি বলে। রাজস্থান শেষ চেষ্টা করে ১৩.৬ কোটি টাকায়। তারপর তাঁরা ক্যামরনের জন্য আর ঝাঁপায়নি। 

রাজস্থান লড়াই থেকে সরে যাওয়ার পর নিলামে চেন্নাই সুপার কিংস ১৩.৮ কোটি টাকা দর হাঁকে। ফলে প্রতিযোগিতা শুরু হল কেকআর ও সিএসকে-র মধ্যে। নিলামের দাম দ্রুত ১৬.২ কোটি টাকা ছাড়িয়ে যায়। এক সময় সিএসকে পাল্লা দিতে শুরু করে। ওই অজি ক্রিকেটারের দাম ২৪ কোটি টাকা ছাড়িয়ে গেলেও সিএসকে পিছু হঠতে রাজি হয়নি। শেষমেশ, কেকেআর ২৫.২ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনে নেয়। 

২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সে অভিষেক হয় গ্রিনের। প্রথম মরসুমে ৪৫২ রান করেন এবং ৬ উইকেট নেন। তবে আইপিএল ২০২৪-এ মুম্বই তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৭.৫ কোটি টাকায় বিনিময় করে। সেবারও গ্রিন  ২৫৫ রান করে ১০ উইকেট নেন। তবে, পিঠের আঘাতের কারণে আইপিএল ২০২৫ এর মেগা নিলাম মিস করেন। এখন তিনি পুরোপুরি সুস্থ। কেকেআর-এর হয়ে খেলতেও আগ্রহী।

Advertisement

 
POST A COMMENT
Advertisement