কেএল রাহুলক্রমশ ক্রাইসিস ম্যান হয়ে উঠছেন কেএল রাহুল। টেস্ট হোক বা ওয়ানডে, ভারতীয় দল যখনই বিপদে পড়ছে তখনই টিম ইন্ডিয়াকে বাঁচানোর কাজ করে যাচ্ছেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মা আউট হওয়ার পর শুভমন গিল ও বিরাট কোহলিও বড় রান পাননি। এই অবস্থায়, দলের হাল ধরেন রাহুল।
দারুণ সেঞ্চুরি করেন রাহুল। মাথা ঠান্ডা রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। মাত্র ৮৭ বলে কেরিয়ারে নিজের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকালেন কেএল রাহুল। যত সময় গিয়েছে ততই রান করা কঠিন হয়েছে রাজকোটের পিচে। দীর্ঘ সময় রাউন্ডারি না পেলেও সিঙ্গেল ও ডাবলস নিয়ে দলের রান এগিয়ে নিয়ে গিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ইনিংসের শেষ অবধি তিনি টিকে থেকে ১১২ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১১টা চার ও একটা দারুণ ছক্কা। মূলত তাঁর ইনিংসে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ভারত লড়াইয়ের রসদ পেল। ৫০ ওভারে তুলল ২৮৪ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দারুণ। মনে রাখতে হবে, টেস্টে রাহুল ওপেন করেন। ২০২৫ সালের সফরে তিনি ৫৩২ রান করেন, যা ভারতের কোনো ওপেনারের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। লর্ডসে তিনি সেঞ্চুরি করেছেন এবং ইংল্যান্ডে একাধিক সেঞ্চুরি করা ভারতীয় ওপেনারদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন, যা তাকে সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের তালিকায় স্থান করে দিয়েছে। কেএল রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে একজন নির্ভরযোগ্য ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, যিনি কঠিন পরিস্থিতিতে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করতে সক্ষম এবং ইংল্যান্ডের কন্ডিশনে ভালো খেলার ক্ষমতা রাখেন।
বলকে দেরিতে খেলা এবং ছেড়ে দেওয়ার ক্ষেত্রে দারুণ পারদর্শী, যা যে কোনও পিচে তাঁর সাফল্যের অন্যতম কারণ। ২০২৭-এর বিশ্বকাপ তো বটেই, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার কঠিন লড়াইয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন রাহুল।