Kolkata Knight Riders: বিগ বি-র দল থেকে শাহরুখের KKR-এ নেট বোলার, কে এই অভিষেক?

আইপিএল-এর (IPL 2025) মধ্যেই নতুন নেট বোলার নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight Riders)। দলের পেস বোলিং-এর যা অবস্থা তাতে তাঁকে এরপর মূল দলে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। টেনিস বলে ভারত কাঁপানো অভিষেক ডালহোর (Abhishek Dalhor)। তিনি নিজেকে এবার পরিচিত করতে পারেন কিনা সেটাই দেখার। 

Advertisement
বিগ বি-র দল থেকে শাহরুখের KKR-এ নেট বোলার, কে এই অভিষেক?

আইপিএল-এর (IPL 2025) মধ্যেই নতুন নেট বোলার নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight Riders)। দলের পেস বোলিং-এর যা অবস্থা তাতে তাঁকে এরপর মূল দলে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। টেনিস বলে ভারত কাঁপানো অভিষেক ডালহোর (Abhishek Dalhor)। তিনি নিজেকে এবার পরিচিত করতে পারেন কিনা সেটাই দেখার। 

গত দু’বছর ধরে চলা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার (ISPL) লিগে তিনি মাঝি মুম্বই দলের হয়ে দুর্দান্ত খেলছেন। আর তাতেই নজর কাড়েন কেকেআর ম্যানেজমেন্টের। আর সেটা থেকেই তাঁকে এবার দলের নেট বোলার করে ফেলল কেকেআর।

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের দুই মরসুমেই খেলেছেন অভিষেক। তিনি হরিয়ানার হলেও টেনিস বলের এই লিগে খেলেন মুম্বইয়ের হয়ে। সেই দলের কর্ণধার আবার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে অভিাষক দুই মরসুমে মোট ১৯টা ম্যাচ খেলে ৩৩টা উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, ব্যাট হাতেও করেছেন ৩২৪ রান। তাঁকে কেকেআর নেট বোলার হিসেবে নিলেও তিনি একজন বোলিং অলরাউন্ডার। তিনি আইএসপিএল-এর প্রথম মরসুমের সেরা বোলারও হন।

আর একটা বিষয় জানলে সকলেই অবাক হবেন, অভিষেক আইএসপিএল-এর নিলামে ৩ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাঁর। সেখান থেকে তাঁর দর ওঠে ২০.৫০ লাখ। যা এই লিগে সর্বোচ্চ।

 

এর আগে নেট বোলার থেকে দলে আসেন বরুণ
বর্তমানে কেকেআরের অন্যতম সেরা বোলার বরুণ। তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন নেট বোলার হিসেবে। এর পর তিনি সুযোগ পান প্রথম দলে। গত মরসুমে চ্যাম্পিয়ন দলেও ছিলেন এই তারকা। 

কেকেআর স্কোয়াড- কুইন্টন ডি কক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্কৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আনরিখ নর্তজে, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকুল রায়, লভনীত সিসোদিয়া, চেতন সাকারিয়া, রহমনুল্লাহ গুরবাজ, মায়াঙ্ক মার্কণ্ডে, রভম্যান পাওয়েল, মইন আলি।

Advertisement

POST A COMMENT
Advertisement