Kolkata Knight Riders: পুজো দিয়ে অনুশীলন শুরু কেকেআর-এর, কবে যোগ দেবেন বরুণ-হর্ষিতরা

অনুশীলন শুরু করার আগে উইকেটে পুজো দিয়ে মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জেতার পর থেকেই টিকিটের চাহিদা আরও বেড়ে গিয়েছে। কেকেআর-এর ক্ষেত্রে এই প্রত্যাশা আরও বেশি। কারণ তারা গত মরসুমে আইপিএল (IPL 2024) জিতেছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই নামবে কলকাতা। 

Advertisement
পুজো দিয়ে অনুশীলন শুরু কেকেআর-এর, কবে যোগ দেবেন বরুণ-হর্ষিতরাকলকাতা নাইট রাইডার্স

অনুশীলন শুরু করার আগে উইকেটে পুজো দিয়ে মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জেতার পর থেকেই টিকিটের চাহিদা আরও বেড়ে গিয়েছে। কেকেআর-এর ক্ষেত্রে এই প্রত্যাশা আরও বেশি। কারণ তারা গত মরসুমে আইপিএল (IPL 2024) জিতেছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই নামবে কলকাতা। 

পুজো করলেন ক্যাপ্টেন রাহানে
বুধবার থেকে শুরু হল কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত অনুশীলন পর্ব। তার আগে উইকেট পুজো করলেন অধিনায়ক রাহানে। সঙ্গী কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। গত বছরেও এই পুজো অনুষ্ঠিত হয়েছিল। সেবার পুজো করেছিলেন রিঙ্কু সিং। সেবার কেকেআর জিতেছিল। এবার কী হবে?

এখনও দোলে যোগ দেননি কিছু ক্রিকেটার
এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা দলে যোগ দেননি। চোট পুরোপুরি সারেনি বলে যোগ দেননি উমরান মালিকও। তবে ইতিমধ্যেই কোচ, অধিনায়ক ছাড়াও শহরে চলে এসেছেন কুইন্টন ডি’কক, এনরিখ নোখিয়ে, মণীশ পাণ্ডের মতো ক্রিকেটারেরা। বুধবারই শহরে এসেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনেরাও। অনুশীলনও করেছেন। কিছু দিনের মধ্যেই পুরো দল অনুশীলন শুরু করে দেবে। বুধবার বিকেলে তিন ঘণ্টা অনুশীলন করে কেকেআর। প্রথম ম্যাচে কেকেআর-এর সামনে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিয়ম অনুসারেই, চ্যাম্পিয়ন দলের শহরেই হবে ফাইনাল। তাই এ বারের ফাইনালও হবে ইডেনে।

কেকেআর-এর ম্যাচের সূচি
লিগে ১০টি দল ১৪টি ম্যাচের মধ্যে মোট সাতটি ম্যাচ হবে ইডেনে। ২২ মার্চ খেলা হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে, ৩ এপ্রিল কেকেআর-এর হায়দরাবাদ, ৬ এপ্রিল কলকাতার প্রতিপক্ষ লখনউ, ২১ এপ্রিল অজিঙ্কা রাহানের সামনে গুজরাত, ২৬ এপ্রিল ম্যাচ কেকেআর-পঞ্জাব-এর মধ্যে, ৪ মে রাজস্থানের বিরুদ্ধে নামবে কলকাতা, ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কেকেআর। ২৬ মার্চ রাজস্থান খেলবে কেকেআর-এর বিরুদ্ধে, ৩১ মার্চ কলকাতার দলের প্রতিপক্ষ মুম্বই, ১১ এপ্রিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ, ১৫ এপ্রিল পঞ্জাবের পর, ২৯ এপ্রিল দিল্লি, ১০ মে হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।

Advertisement

POST A COMMENT
Advertisement