ICC World Cup 2023 Eden Gardens Ticket Controversy: ইডেনে টিকিটের কালোবাজারি, গ্রেফতার ১৬; তলব বুক মাই শো-কে

রবিবার ইডেনে বিশ্বকাপের মহারণ। তবে সেই ম্যাচের টিকিট নিয়েই কালোবাজারির অভিযোগে উত্তাল সিএবি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে না। ময়দান থানায় টিকিট ব্ল্যাকের অভিযোগে এফআইআরও করা হয়েছে। এবার এই ঘটনায় টিকিট বিতরণের দায়িত্বে থাকা সংস্থা বুক মাই শো কে ডেকে পাঠাল পুলিশ। 

Advertisement
ইডেনে টিকিটের কালোবাজারি, গ্রেফতার ১৬; তলব বুক মাই শো-কেইডেন গার্ডেনস

রবিবার ইডেনে বিশ্বকাপের মহারণ। তবে সেই ম্যাচের টিকিট নিয়েই কালোবাজারির অভিযোগে উত্তাল সিএবি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে না। ময়দান থানায় টিকিট ব্ল্যাকের অভিযোগে এফআইআরও করা হয়েছে। এবার এই ঘটনায় টিকিট বিতরণের দায়িত্বে থাকা সংস্থা বুক মাই শো কে ডেকে পাঠাল পুলিশ। 

একেই দুর্দান্ত ফর্মে রোহিত শর্মার ভারত, আর অন্যদিকে ওই দিনই আবার ফর্মে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সেই কারণেই রবিবারের ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আর এই ম্যাচেই টিকিট ব্ল্যাকের অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে ১৬ জনকে। জানা যাচ্ছে, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও নাকি ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। যদিও সিএবি সূত্রে এই গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে জানা যাচ্ছে, শুক্রবার ময়দান থানায় আসেন অনলাইন টিকিট বিক্রি সংস্থার প্রতিনিধিরা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯০০ টাকার টিকিট ৮০০০ টাকায় বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তিন জনকে। পরে আরও অনেককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মোট ৯৪টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যাচ্ছে, ময়দান এবং এন্টালি, কলকাতা পুলিশের এই দুই থানায় মোট সাতটি এফআইআর হয়েছে সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার বিরুদ্ধে। 

কলকাতায় ম্যাচের টিকিট নিয়ে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলছে। অভিযোগ ওঠে কালোবাজারির। এই প্রসঙ্গে গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,  'টিকিটের চাহিদা থাকবেই। সিএবি-র পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। তারা তো আর মহামেডান মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। এই দায়িত্ব পুলিশকেই নিতে হবে। ভারত ফাইনালে উঠে গেলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও টিকিটের হাহাকার থাকবে। এখানেও রয়েছে। একবার সিএবি বা বিসিসিআই-এর কাছ থেকে টিকিট বেরিয়ে গেলে কিছুই করার থাকে না।' 

Advertisement

POST A COMMENT
Advertisement