
আইপিএলে এক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেল। লাইভ টিভিতে কেকেআর ব্যাটার রিঙ্কু সিংকে দু'বার চড় মারলেন দিল্লি ক্যাপিটেলসের স্পিনার কুলদীপ যাদব। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। ঠিক কী কারণে চড় কষালেন, তা জানা যায়নি। নিছকই মজা না কি গুরুতর কোনও কারণ, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। রিঙ্কুর অনেক অনুগামীই এই ঘটনায় বেজায় চটেছেন।
ঠিক কী ঘটেছে?
মঙ্গলবার আইপিএলে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা ও দিল্লি। যেখানে নিজেদের মাটিতে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে দিল্লির দল। কলকাতা তাদের ১৪ রানে হারিয়েছে।
এই ম্যাচের পর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর দেখা যায়, রিঙ্কুকে দু'বার গালে চড় কষাচ্ছেন কুলদীপ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুলদীপ, রিঙ্কু এবং আরও কয়েকজন খেলোয়াড় ম্যাচের পরে নিজেদের মধ্যে হাসাহাসি করছেন। আচমকাই রিঙ্কুর গালে চড় মারেন কুলদীপ। প্রথমে দেখে মনে হবে, যেন দুই ক্রিকেটার মজা করছেন। কিন্তু এটা যে রিঙ্কু মোটেই পছন্দ করেননি, তা তাঁর চোখ-মুখ দেখেই স্পষ্ট হয়েছে।
যেহেতু ক্লিপটিতে কোনও অডিও নেই, তাই কী কারণ, তা জানা যায়নি। কিংবা ধারাভাষ্যকাররাও তাঁদের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণের সময় ঘটনা সম্পর্কে কিছু বলেননি। তবে এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই কুলদীপের উপর বেজায় চটেছেন রিঙ্কু-ভক্তরা।
এর আগে, ২০০৮ সালে আইপিএলে শ্রীসন্থ এবং হরভজন সিংয়ের মধ্যে 'থাপ্পড়ের ঘটনা' শোরগোল ফেলে দিয়েছিল।