৪৩ বছর বয়সেও আইপিএল (IPL) খেলছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। চেন্নাই সুপার কিংসের তারকা মনে করেন বয়সটা কোনও ব্যাপারই নয়। ১৭ বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অবিচ্ছেদ্য অংশ ধোনি, এখনও বিশ্বাস করেন যে ছয় থেকে আট মাসের কঠোর প্রশিক্ষণ নিয়েই আইপিএল-এর জন্য নিজেকে ফিট রাখতে পারেন। তা হলে কী ২০২৬ আইপিএল-এও খেলতে দেখা যাবে ধোনিকে?
ঠিক কী বললেন ধোনি?
এক অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আমি বছরে মাত্র কয়েক মাস ক্রিকেট খেলি, তবে আমি এটাকে উপভোগ করতে চাই ঠিক যেমন প্রথম দিন শুরু করেছিলাম। এটাই আমাকে অনুপ্রাণিত করে রাখে।’ ধোনির নেতৃত্বে পাঁচবার IPL চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে IPL ২০২৫ নিলামের আগে রিটেন করেছে। যা থেকে স্পষ্ট, ধোনির দক্ষতার প্রতি তাদের অটল বিশ্বাস। যদিও ধোনি প্রায় ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
বয়স নয়, পারফরম্যান্সই আসল
ধোনি জোর দিয়ে বলেন, IPL-এ বয়স কোনও বড় ব্যাপার নয়, পারফরম্যান্সই মুখ্য বিষয়। মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘অবশ্যই, এর জন্য আমাকে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হয়, কারণ IPL বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা। কেউই আপনার বয়স নিয়ে ভাবে না। আপনি যদি এই পর্যায়ে খেলেন, তবে আপনাকে সেই স্তরের পারফরম্যান্সই দিতে হবে।’
ধোনির মতে, আন্তর্জাতিক ক্রিকেটের সময় তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল দেশের প্রতিনিধিত্ব করা। তিনি বলেন, ‘যখন আমি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করি, তখন আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা ছিল ভারতকে প্রতিনিধিত্ব করা।’ তিনি আরও যোগ করে বলেন, ‘আমার রাজ্য ক্রিকেটের জন্য পরিচিত ছিল না। একবার সুযোগ পাওয়ার পর, আমি দলের জয়ে অবদান রাখতে চেয়েছিলাম। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলতাম, বড় টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ জিততে চেয়েছিলাম। ভারতের জন্য আমার অবদান রাখাটাই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
ক্রিকেট উপভোগ করাই লক্ষ্য
ধোনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমার অনুপ্রেরণা আগের মতো নয়, তবে এখন আমি শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য খেলি।’ তিনি আরও বলেন, ‘এটা কঠোর পরিশ্রমের বিষয়, কিন্তু এখন আমার জন্য আসল বিষয় ক্রিকেট উপভোগ করা। যখন আমি মাঠের বাইরে থাকি, তখন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি, যাতে মানুষ আমাকে একজন ভালো ব্যক্তি হিসেবে মনে রাখে।’