Manoj Tiwari on MS Dhoni: ২০২৩ সালের IPL-এর পর ধোনির অবসর নেওয়া উচিত ছিল: মনোজ তিওয়ারি

২০২৩-এর আইপিএল-এর পরেই মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়া উচিত ছিল। এমনটাই বললেন মনোজ তিওয়ারি। তাঁর বক্তব্য, ধীরে ধীরে ফ্যানদের কাছে তাঁর সম্মান চলে যাচ্ছে। ধোনি এখনও চেন্নাই সুপার কিংসের অন্য়তম তারকা প্লেয়ার। কিন্তু এবারের সিজনে তিনি সেভাবে ঝলসে উঠতে পারেননি। 

Advertisement
২০২৩ সালের IPL-এর পর ধোনির অবসর নেওয়া উচিত ছিল: মনোজ তিওয়ারিযা বললেন মনোজ তিওয়ারি।

আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স হতাশাজনক। তার সঙ্গে জুড়েছে মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে বিতর্ক। এবার সোজাসাপটা মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর দাবি, ‘২০২৩ সালে আইপিএল ট্রফি জেতার পরই ধোনির অবসর নেওয়া উচিত ছিল’।

‘সম্মান হারাচ্ছেন ধোনি’

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, ‘আমি মনে করি, ২০২৩ সাল ছিল ধোনির অবসর ঘোষণার উপযুক্ত সময়। ও যেভাবে সম্মান, খ্যাতি অর্জন করেছিলেন— সেটা ধীরে ধীরে হারাচ্ছেন।’

তিওয়ারির মতে, এখন অনেক সমর্থকই ধোনির প্রতি আগের মতো আস্থা রাখতে পারছেন না। তিনি বলেন, ‘চেন্নাইয়ে ম্যাচের পর বহু সমর্থক রাস্তায় নেমে ধোনির বিরুদ্ধে বক্তব্য রাখলেন। এটা পরিষ্কার ইঙ্গিত যে ধোনির জাদু আর কাজ করছে না।’

ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪টি ম্যাচে ধোনির সংগ্রহ ৭৬ রান। গত শনিবার দিল্লির বিরুদ্ধে ২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। এটা চেন্নাইয়ের টানা তৃতীয় হার। সমর্থক থেকে বিশেষজ্ঞ— অনেকেই ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলছেন।

‘১০ ওভারের বেশি ব্যাট করতে পারেন না!’

স্টিফেন ফ্লেমিং সম্প্রতি মন্তব্য করেন, ধোনি নাকি ১০ ওভারের বেশি ব্যাট করতে পারেন না। এই মন্তব্য ঘিরেও বিস্ফোরক তিওয়ারি।

তিনি বলেন, ‘যদি ২০ ওভার কিপিং করতে পারেন, স্কোয়াট করতে পারেন, ডানদিকে-বাঁদিকে ঝাঁপাতে পারেন, তাহলে ব্যাট করতে গেলেই হাঁটুতে ব্যথা কেন? ম্যাচ জেতানোর সময় এলে কেন বলা হয়, ১০ ওভারের বেশি ব্যাট করা সম্ভব নয়?’

‘দলের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না’

তিওয়ারির মতে, সিদ্ধান্তগুলো এখন আর দলের স্বার্থে নেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি আর না হয়, তাহলে ছেড়ে দেওয়াটাই ভালো।’

ধোনির পরের ম্যাচ কবে, কোথায়?

Advertisement

চেন্নাই সুপার কিংস আগামী ৮ এপ্রিল মুল্লানপুরে খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

 

POST A COMMENT
Advertisement