Manoj Tiwary On Team India: দল বাছাই লাইভ স্ট্রিমিং হোক, দাবি তুললেন বাংলার মন্ত্রী

কিছুদিন আগেই এশিয়া কাপের (Asia Cup 2025) দল নির্বাচন হয়েছে। সেই দল নিয়ে নানা বিতর্কও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই এবার মুখ খুললেন ভারতীয় দলের (Team India) প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। স্বচ্ছতা রাখতে দল নির্বাচন সভা লাইভ স্ট্রিমিং করার দাবি তুললেন মনোজ।

Advertisement
দল বাছাই লাইভ স্ট্রিমিং হোক, দাবি তুললেন বাংলার মন্ত্রীটিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গেছে যেসব কোম্পানি, সব গায়েব!

কিছুদিন আগেই এশিয়া কাপের (Asia Cup 2025) দল নির্বাচন হয়েছে। সেই দল নিয়ে নানা বিতর্কও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই এবার মুখ খুললেন ভারতীয় দলের (Team India) প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। স্বচ্ছতা রাখতে দল নির্বাচন সভা লাইভ স্ট্রিমিং করার দাবি তুললেন মনোজ। 

কী যুক্তি দিলেন মনোজ?
শ্রেয়স আইয়ারের বা যশস্বী জয়সওয়ালের বাদ পড়া থেকে শুভমান গিলকে সহ-অধিনায়ক করা, একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকে। কোন যুক্তিতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হল? এই সমস্ত ব্যাপারেই প্রশ্ন তুলেছেন বাংলার প্রাক্তন ক্যাপ্টেন। বাংলার ক্রিকেটার বলছেন, 'অনেক প্লেয়ার যোগ্য, কিন্তু দলে সুযোগ পায় না। সেই জন্যই আমি বহুদিন ধরেই বলছি, এই নির্বাচনী মিটিংগুলো যেন সরাসরি সম্প্রচার করা হয়। তাতে ক্রীড়া অনুরাগীরা বুঝতে পারবে, কেন একজন প্লেয়ারকে বেছে নেওয়া হল, আর একজনকে কেন বাদ দেওয়া হল। সাংবাদিক সম্মেলনে এসে দু-চারটে কথা বলা আর কাজের সময় অন্য কিছু করা, একেবারেই ঠিক নয়।'

হেড কোচ গম্ভীরকে নিয়ে প্রশ্ন
হেডকোচ গৌতম গম্ভীরের পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে মনোজের দাবি, একটা সময় গম্ভীর বলেছিলেন, জয়সওয়ালকে টি২০ থেকে বাদ দেওয়ার কোনও মানেই হয় না। অথচ এশিয়া কাপের দলে নেই জয়সওয়াল। মনোজ বলেন, 'দুজন যোগ্য ক্রিকেটার, শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়াল বাদ পড়েছে। যদি কেউ গৌতম গম্ভীরের পুরনো সাক্ষাৎকার দেখেন, সেখানে উনি বলেছেন, জয়সওয়ালকে টি-টোয়েন্টি থেকে দেওয়ার কোনও মানেই হয় না। আর এখন নিজে কোচ হতেই যশস্বীর কোনও জায়গা হচ্ছে না। তাছাড়া সাম্প্রতিক সময়ে আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে শ্রেয়সের পারফরম্যান্স দেখলে অবাক হতে হয়, কেন ওকে বাদ দেওয়া হল। যেভাবে আইপিএলে ও দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে ও বাদ পড়ায় সবাই অবাক হয়েছে।'

কী বলেছিলেন আগারকর?
দুই ক্রিকেটারকে শ্রেয়স আইয়ার ও জয়সওয়ালকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর। এই ব্যাপারটাকে দুর্ভাগ্যজনক বলে উল্ল্যেখ করেছিলেন তিনি। বলেন, 'যশস্বীর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে। শ্রেয়সের ক্ষেত্রেও বলতে পারি, এই বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই খেলাতে পারব।' 

Advertisement

POST A COMMENT
Advertisement