T20 World Cup 2024: T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং? গুরুতর অভিযোগের তদন্তে ICC

Match Fixing: জানা গিয়েছে, কেনিয়ার একজন প্রাক্তন ক্রিকেটার নাকি উগান্ডার ওই প্লেয়ারকে একাধিক নম্বর থেকে ফোন করে। এবং বারবার ম্যাচ ফিক্সিংয়ের জন্য মোটা টাকা অফার করে। বারবার ফোন পেয়ে শেষ পর্যন্ত উগান্ডার ওই প্লেয়ার আইসিসি-র কাছে অভিযোগ জানান। ICC-র অ্যান্টি কোরাপশন ইউনিট বিষয়টিতে দ্রুত অ্যাকশন নেয়।

Advertisement
T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং? গুরুতর অভিযোগের তদন্তে ICCT20 World Cup 2024
হাইলাইটস
  • উগান্ডার ওই প্লেয়ারকে একাধিক নম্বর থেকে ফোন করে
  • এক প্রাক্তন পেসার ফোন করেছিল উগান্ডার প্লেয়ারকে
  • ছোট দেশই সহজ টার্গেট 

Match-Fixing Row in T20 World Cup 2024: ক্রিকেট বিশ্বের কলঙ্কের ছায়া এবার T20 বিশ্বকাপে। ফিরল সেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। উগান্ডার এক প্লেয়ার ICC-র কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন এসেছিল। মোটা টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিংয়ের অফার দেওয়া হয়েছে।

উগান্ডার ওই প্লেয়ারকে একাধিক নম্বর থেকে ফোন করে

জানা গিয়েছে, কেনিয়ার একজন প্রাক্তন ক্রিকেটার নাকি উগান্ডার ওই প্লেয়ারকে একাধিক নম্বর থেকে ফোন করে। এবং বারবার ম্যাচ ফিক্সিংয়ের জন্য মোটা টাকা অফার করে। বারবার ফোন পেয়ে শেষ পর্যন্ত উগান্ডার ওই প্লেয়ার আইসিসি-র কাছে অভিযোগ জানান। ICC-র অ্যান্টি কোরাপশন ইউনিট বিষয়টিতে দ্রুত অ্যাকশন নেয়।

এক প্রাক্তন পেসার ফোন করেছিল উগান্ডার প্লেয়ারকে

সংবাদ সংস্থা PTI সূত্রের খবর, T20 World Cup-এর লিগ স্টেজের ম্যাচ চলাকালীন কেনিয়ার একজন প্রাক্তন ক্রিকেটার উগান্ডার এক প্লেয়ারকে বারবার একাধিক নম্বর থেকে ফোন করছিল। উগান্ডার ওই প্লেয়ার আইসিসি-কে জানিয়েছেন, কেনিয়ার যে প্রাক্তন ক্রিকেটার তাঁকে ফোন করছিল, নামী পেস বোলার ছিল। ICC উগান্ডার ওই প্লেয়ারকে নির্দেশ দিয়েছে, সতর্ক থাকতে। কোনও অপরিচিত নম্বরে ফোন এলে বা কোনও অনৈতিক অফার এলে দ্রুত জানাতে।

ছোট দেশই সহজ টার্গেট 

আইসিসি-র একটি সূত্র পিটিআই-কে জানিয়েছেন, এটা নতুন কিছু নয়। আসলে বড় টিমের চেয়ে ছোট দেশের টিমই বুকিদের কাছে সফট টার্গেট। তবে ওই প্লেয়ার যে দ্রুত আইসিসি-কে বিষয়টি জানিয়েছেন, সেটাই খুব ভাল।  

T20 বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করেছে উগান্ডা। বস্তুত, ২০১১ সালের বিশ্বকাপেও একই ভাবে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্লেয়ারদের ফোন করেছিল জুয়াড়িরা। সে বারও আইসিসি-র তত্‍পরতায় কিছু ঘটেনি।

POST A COMMENT
Advertisement