India Vs Pakistan Asia Cup 2025: পাকিস্তানের আবেদনে কানই দিল না ICC, ভারত-পাক ম্যাচে ফের রেফারি সেই পাইক্রফটই

India Vs Pakistan Asia Cup 2025: সুপার‑৪ পর্বে ভারত ও পাকিস্তান এই দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে বিতর্ক সত্ত্বেও সিদ্ধান্ত নিল আইসিসি, রেফারি হিসেবে থাকবেন পাইক্রফ্টই।

Advertisement
পাকিস্তানের আবেদনে কানই দিল না ICC, ভারত-পাক ম্যাচে ফের রেফারি সেই পাইক্রফটইপাকিস্তানের আবেদনে কানই দিল না ICC, ভারত-পাক ম্যাচে ফের রেফারি সেই পাইক্রফটই

India Vs Pakistan Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এর সুপার‑৪ পর্বে ভারত ও পাকিস্তানের ম্যাচে রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্ডি পাইক্রফ্ট। এই খবরটা আসার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তীব্র প্রতিক্রিয়া জানায়। তাঁরা চান, পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ প্রথম ভারতের বিরুদ্ধে ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’ খুব আলোড়ন সৃষ্টি করেছিল।

কিন্তু টেকনিক্যালভাবে ও সংবিধানগতভাবে পাইক্রফ্টের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনওটিই যথেষ্ট নয় বলে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি (ICC)। তারা বলেছে, পাইক্রফ্ট ‘স্পিরিট অব দ্য গেম’-এর কোনও নিয়ম ভঙ্গ করেননি এবং তিনি শুধু সেই বার্তাটি পৌঁছে দিয়েছেন যা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর ভেন্যু ম্যানেজার দিয়েছিলেন। PCB‑র অনুরোধ খারিজ করার পেছনে ও এখানেই মূল যুক্তি।

ম্যাচ বয়কট করে অভিযোগ আনা,কখনওই সমাধান নয় বলে মন্তব্য করেন ভারতের প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, পায়ক্রফ্ট তাঁর দায়িত্ব পালন করেছেন, “কাউকে জোর করে আটকে ‘হাত মেলাও’ এটা তিনি বলতে পারেন না, সেই ধরনের ক্ষমতা তাঁর নেই।”

সুপার‑৪ পর্বে ভারত ও পাকিস্তান এই দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে টস ও ম্যাচের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং গোটা দল পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। পাকিস্তান দলের রাগ গিয়ে পড়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের উপর। তারা দাবি করতে থাকে, ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফটকে সরাতে হবে। তা সত্ত্বেও সিদ্ধান্ত নিল আইসিসি, রেফারি হিসেবে থাকবেন পাইক্রফ্টই।

POST A COMMENT
Advertisement