২০১৮ সালের পর থেকেই মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তাঁর স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan)। শামীর সঙ্গে মেয়েকে নিয়ে কলকাতায় আলাদা থাকতে শুরু করেন হাসিনও। এর ফলেই মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ অনেকটাই কমে যায়। এ নিয়ে বারবার নিজের দুঃখের কথা মাঝেমধ্যেই বলতে শোনা যায় শামিকে।
আর এবার মেয়ে আইরার ১০ বছরের মেয়ের জন্মদিনে তাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন শামি। সোশ্যাল মিডিয়ায় ভারতের তারকা পেস বোলার লেখেন, 'প্রিয়তমা, আমার এখনও মনে আছে আমাদের একসঙ্গে জেগে থাকা, কথা বলা, হাসতে হাসতে কাটানো রাতগুলো, বিশেষ করে তোমার নাচের কথা। বিশ্বাসই হচ্ছে না তুমি এত দ্রুত বড় হয়ে উঠছো। তোমার জীবনের জন্য আমি কেবল শুভকামনা জানাই। ঈশ্বর তোমাকে সর্বদা ভালোবাসা, শান্তি, আনন্দ এবং সুস্বাস্থ্য দিন। শুভ জন্মদিন।'
সোশ্যাল মিডিয়ায় শামির প্রোফাইলে নিজের থেকেও বেশি মেয়ে আইরার ছবি দেখতে পাওয়া যায়। সম্প্রতি দেশের (Indian Cricket Team) ক্রিকেট তারকা মহম্মদ শামিকে, তাঁর স্ত্রী হাসিন জাহান এবং মেয়ের জন্য ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা এবং তাঁদের মেয়ে আইরার জন্য প্রতি মাসে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিম্ন আদালতে ভরণপোষণ চেয়ে হাসিনের দায়ের করা মামলায় নির্দেশিত টাকার পরিমাণে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। সেই মামলাতেই মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে শামিকে। ইংল্যান্ড সিরিজেও সুযোগ পাননি তিনি। এখনও ফিট হতে পারেননি তিনি। এর আগে আইপিএল-এ খেললেও, খুব বেশি দাগ কাটতে পারেননি। ফলে ফিরে আসার চেস্টা চালাচ্ছেন তারকা বোলার। আর এর মধ্যেই শামির এই আবেগঘন পোস্ট।