scorecardresearch
 

Mohammed Shami : 'শুধরে যাও', পাকিস্তানকে ফের কড়া আক্রমণ মহম্মদ শামির

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) সম্প্রতি শেষ হয়েছে। টিম ইন্ডিয়াকে হারিয়ে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। তারা ভারতীয় দলকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। তবে টিম ইন্ডিয়া হারলেও ফাইনালের আগে পর্যন্ত সব ম্যাচ জিতেছিল রোহিত শর্মার দল।

Advertisement
Mohammed Shami Mohammed Shami
হাইলাইটস
  • আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) সম্প্রতি শেষ হয়েছে
  • টুর্নামেন্টের সেরা বোলার শামি একহাত নিলেন পাকিস্তানকে

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023)  সম্প্রতি শেষ হয়েছে। টিম ইন্ডিয়াকে হারিয়ে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। তারা ভারতীয় দলকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। তবে টিম ইন্ডিয়া হারলেও ফাইনালের আগে পর্যন্ত সব ম্যাচ জিতেছিল রোহিত শর্মার দল। একের পর এক ম্যাচে দারুণ বল করে নিজের জাত চেনান মহম্মদ শামি। শামির এই পারফরম্যান্সকে মেতে নিতে পারেনি পাকিস্তানের অনেকেই। 

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ শামি নিয়েছিলেন ৭ উইকেট। বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট শিকারি তিনিই। ২৪ উইকেট তাঁর দখলে। শুধু শামি কেন, বুমরাহ, মহম্মদ সিরাজের পেশ বোলিংয়ের সামনে কার্যত দাঁড়াতে ,পারেনি বাঘা বাঘা ব্যাটাররা। ভারতের এই বোলিং অ্যাটাক দেখে পাকিস্তানিরা কটূ মন্তব্যও করেন। তাঁদের মধ্যে একজন প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় হাসান রাজা। যিনি অভিযোগ করেছিলেন, ভারতীয় বোলারদের অন্য দলের থেকে আলাদা এবং বিশেষ বল দেওয়া হচ্ছে। তাই শামিরা ভালো পারফরম্যান্স করছে। যদিও প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আক্রম রাজার সমালোচনা করেছিলেন। সেই সময় হাসান রাজাকে যোগ্য জবাব দিয়েছিলেন শামি। 

ফের শামি হাসানসহ পাকিস্তানিদের যোগ্য জবাব দিলেন। পুমা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, 'অনেক দিন খেলিনি। কিন্তু খেলতে নেমে ৫ উইকেট, ৪ উইকেট,আবার ৫ উইকেট নিয়েছি। পাকিস্তানের কিছু খেলোয়াড় তা হজম করতে পারছেন না, আমি কী করব?'

আরও পড়ুন

আরও একহাত নিয়ে শামি বলেন, 'পাকিস্তান মনে করে তারা সেরা। শুধরে যাও। তবে সেরা তারাই যারা সময়মতো পারফর্ম করে। আমি কেবল তাদেরই বিশ্বাস করি যারা কঠোর পরিশ্রম করে, পারফর্ম করে এবং দলের জন্য দাঁড়ায়। এখন আপনি তাতে বিতর্ক তৈরি করছেন। আপনি অন্য কোন রঙের একটি বল পাচ্ছেন। বল অন্য কোনও কোম্পানি থেকে পাওয়া যায়। আইসিসি আপনাকে আলাদা করে দিয়েছে। আরে ভাই, নিজেকে উন্নত করুন।'

Advertisement

ভারতীয় পেসার শামি আরও বলেন, 'একই কথা ওয়াসিম ভাই একটি সাক্ষাত্কারে ব্যাখ্যা করেছিলেন। বল বক্সে কীভাবে আসে, কীভাবে নির্বাচন করা হয়। কোন দল আগে যায়? আপনি একজন প্রাক্তন ক্রিকেটার। এভাবে কথা বললেও মানুষ হাসবে।' 

আপনাদের জানিয়ে রাখি, এর আগেও বিশ্বকাপের মাঝামাঝি শামি তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে হাসান রাজাকে তিরস্কার করেছিলেন। শামি লিখেছিলেন, 'দোস্ত লজ্জা পাও, খেলায় মনোযোগ দাও, ফালতু বাজে কথায় নয়। কিছু সময় অন্যের সাফল্যও উপভোগ করো।' 

 

Advertisement