MD Siraj Biryani: বিরিয়ানিতে লাগাম, আলট্রা ফিট হতে কী কী খাওয়া বাদ ছিল সিরাজের? সিক্রেট ফাঁস

Mohammed Siraj: ফাস্ট ফুড কম, পরিশ্রম বেশি। মহম্মদ সিরাজের ১০০% ফিটনেসের রহস্য এটাই। বলছেন তাঁর ভাই ইসমাইল। ইন্ডিয়া টুডেকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন,  সিরাজ একসময় বেশ খাদ্যরসিক ছিলেন।

Advertisement
বিরিয়ানিতে লাগাম, আলট্রা ফিট হতে কী কী খাওয়া বাদ ছিল সিরাজের? সিক্রেট ফাঁসসিরাজের ফিটনেসের রহস্য ফাঁস করলেন তাঁর ভাই।
হাইলাইটস
  • ফাস্ট ফুড কম, পরিশ্রম বেশি, মহম্মদ সিরাজের ১০০% ফিটনেসের রহস্য এটাই।
  • নিজের প্রিয় খাবারগুলি সম্পূর্ণ বর্জন করেছিলেন সিরাজ।
  • এর মাধ্যমেই নিজের ফিটনেসকে চরম পর্যায়ে নিয়ে যান সিরাজ। 

Mohammed Siraj: ফাস্ট ফুড কম, পরিশ্রম বেশি। মহম্মদ সিরাজের ১০০% ফিটনেসের রহস্য এটাই। বলছেন তাঁর ভাই ইসমাইল। ইন্ডিয়া টুডেকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন,  সিরাজ একসময় বেশ খাদ্যরসিক ছিলেন। বিরিয়ানি, পিজ্জা বা বার্গার খেতে ভালবাসতেন। কিন্তু জাঙ্কফুড আর ফিটনেস একসঙ্গে থাকতেই পারে না। তাই নিজের প্রিয় খাবারগুলি সম্পূর্ণ বর্জন করেছিলেন সিরাজ। সেই সঙ্গে দিনের পর দিন কঠোর পরিশ্রম তো আছে। আর তার মাধ্যমেই নিজের ফিটনেসকে চরম পর্যায়ে নিয়ে যান সিরাজ। 

দাদার এই হার না মানা মানসিকতার সঙ্গে অবশ্য ইসমাইল ছোট থেকেই পরিচিত। বললেন, হায়দরাবাদে যখন ও গলিতে টেনিস বলে ক্রিকেট খেলত, তখন থেকেই খুব সিরিয়াস ছিল। কিছুতেই জেতার চেষ্টা ছাড়ত না। পরে ডিউস বলে পেশাদার তালিম নিতে শুরু করলে, সেই মনোভাবই তাঁকে আরও মজবুত হতে সাহায্য করে। ইসমাইলের মতে, সেই মানসিকতাই আজ সিরাজকে এতদূর এগিয়ে নিয়ে গিয়েছে। 

আজ সিরাজ ভারতের হাজার হাজার ক্রিকেট প্র্যাকটিস করা কিশোর কিশোরীর অনুপ্রেরণা। কিন্তু সেই লেজেন্ড সিরাজকে কে অনুপ্রেরণা দেন? ইসমাইল জানালেন, ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বরাবরই সিরাজ ভীষণ পছন্দ করেন। তাঁর সেই আগ্রাসী খেলা, ফিটনেস থেকে অনুপ্রাণিত হন। তার পাশাপাশি বিরাট কোহলিও তাঁকে অনুপ্রেরণা জোগান। 

ইসমাইলের কথায়, সিরাজের ক্যারিয়ারে যদি কেউ সবচেয়ে বেশি সাহায্য করে থাকেন, তিনি হলেন বিরাট কোহলি। সিরাজও এর আগে একাধিকবার কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন। ২০১৮ সালে আইপিএলে সিরাজের ফর্ম ভাল যাচ্ছিল না। সেই সময় কোহলি তাঁকে মানসিকভাবে অনেক সাহস জুগিয়েছিলেন।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর মহম্মদ সিরাজ রীতিমতো রেকর্ড গড়ে দিয়েছেন। ওভাল টেস্টে ৯ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ের মূল কাণ্ডারী হয়ে ওঠেন তিনি।    

POST A COMMENT
Advertisement