
নতুন মরসুমের জন্য দল ঘোষণা করে দিল বাংলা। সিএবি-র দেওয়া সেই তালিকায় নাম রয়েছে মহম্মদ শামির। ভারতের তারকা বোলার সহ ৫০ জনের তালিকা প্রকাশ করেছে সিএবি। শামির চোট আঘাত একটা বড় সমস্যা। সে কারণে তিনি চলতি ইংল্যান্ড সফরে দলে জায়গা পাননি। দেশের জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছেন না। আইপিএলে খেললেও ছন্দে ছিলেন না।
এই পরিস্থিতিতেও শামিকে দলে রেখেছে বাংলা ক্রিকেট বোর্ড। ঘরোয়া টুর্নামেন্টে শামির উপস্থিতি দলের বোলিং লাইন আপে নিঃসন্দেহে বাড়তি ভারসাম্য যোগ করবে। ঈশান পোড়েল, মহম্মদ কাইফরা রয়েছেন পেস বোলিং বিভাগে। এছাড়া অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়ের মত সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন। উইকেট কিপার হিসেবে অভিষেক পোড়েলের সঙ্গে শাকির হাবিব গাঁধীকে নেওয়া হয়েছে। এছাড়া ঋত্বিক চট্টোপাধ্যায়, আমির গনি, করণ লালের মত ক্রিকেটাররাও রয়েছেন।
মরসুমের শুরুতে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলে জায়গা পেতে পারেন শামি। এই ট্রফি আবার আন্তঃজোন ফর্ম্যাটে ফিরে আসবে। ২৮ আগস্ট থেকে শুরু হবে। হাঁটুর চোট থেকে সেরে ওঠার পর এই পেসার শেষবার ভারতের হয়ে খেলেছিলেন বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে। যেখানে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। পাঁচ ম্যাচে শামি নয়টি উইকেট নিয়েছিলেন, যা টুর্নামেন্টে ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট ছিল বরুণ চক্রবর্তীর সঙ্গে। এর আগেও ভারতে হওয়া ২০২৩-এর বিশ্বকাপেও চোট পেয়েছিলেন বাংলার এই পেস বোলার।
তবে এই তালিকা থেকে এটা মনে করাই যেতে পারে, যে সুস্থ হয়ে উঠেছেন শামি। ভারতীয় দলও ইংল্যান্ড সফরে শামিকে মিস করছে। কারণ জসপ্রীত বুমরার উপর চাপ বাড়ছে। সে কারণে, তিনি মাত্র তিনটে টেস্ট খেলছেন। পাশাপাশি সমস্যা হতে পারে মহম্মদ সিরাজের চাপ নিয়েও। তিনি টানা ম্যাচ খেলে যাচ্ছেন। আবার এটাও ঠিক, শামি থাকলে সুযোগ হয়ত পেতেন না আকাশদীপ। তিনি হেডিংলে টেস্টে ৭ উইকেট নিয়ে শিরোনামে এসেছেন।