Mohun Bagan Election: 'শেষপর্যন্ত নির্বাচনে লড়ব কিনা' মোহনবাগানের ভোট থেকে সরে দাঁড়ালেন দেবাশিস?

বাড়ছে মোহনবাগানের (Mohun Bagan) নির্বাচনী উত্তাপ। শাসক ও বিরোধী গোষ্ঠীর মধ্যে তরজা তুঙ্গে। দেবাশিস দত্ত যখন সৃঞ্জয় বসুর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার হুমকি দিচ্ছেন, তখনই পাল্টা দিলেন প্রাক্তন সচিব। তবে শুক্রবারের বৈঠকের পরেও, গৃহীত হল না সভাপতি টুটু বসুর ইস্তফাপত্র। এর মধ্যেই দেবাশিস দত্ত নির্বাচনে দাঁড়ানো নিয়ে বড় মন্তব্য করে ফেললেন।

Advertisement
'শেষপর্যন্ত নির্বাচনে লড়ব কিনা' মোহনবাগানের ভোট থেকে সরে দাঁড়ালেন দেবাশিস? দেবাশিস দত্ত

বাড়ছে মোহনবাগানের (Mohun Bagan) নির্বাচনী উত্তাপ। শাসক ও বিরোধী গোষ্ঠীর মধ্যে তরজা তুঙ্গে। দেবাশিস দত্ত যখন সৃঞ্জয় বসুর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার হুমকি দিচ্ছেন, তখনই পাল্টা দিলেন প্রাক্তন সচিব। তবে শুক্রবারের বৈঠকের পরেও, গৃহীত হল না সভাপতি টুটু বসুর ইস্তফাপত্র। এর মধ্যেই দেবাশিস দত্ত নির্বাচনে দাঁড়ানো নিয়ে বড় মন্তব্য করে ফেললেন।

ক্লাব তাঁবুতে শুক্রবার কার্যকরী কমিটির সভা শেষে বাগান সচিব দেবাশিস দত্তকে পাশে নিয়ে সহ সভাপতি কুনাল ঘোষ বলেন, 'সভাপতি হিসেবে মোহনবাগানে টুটু বসুর অবদান অনস্বীকার্য। তাই এদিন তাঁর পদত্যাগপত্র নিয়ে আলোচনা হলেও তা গ্রহণ বা প্রত্যাখানের সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত নেওয়ার ধৃষ্টতা এই কমিটি দেখাতে পারছে না।' পাশাপাশি আরও তিনজন কার্যকরী কমিটির সদস্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করায়, আরও তিন সদস্যকে নেওয়া হল। 

ভোটে কি দাঁড়াবেন দেবাশিস?
একবার নয়, বারবার দেবাশিসকে বলতে শোনা গিয়েছে, তিনি শেষ অবধি নির্বাচনে লড়বেন কিনা তা এখনও ঠিক হয়নি। মোহনবাগান সচিব বলেন, 'আমি যদি আদৌ প্রার্থী হই, মনোনয়ন জমা দিই, তখন নির্বাচন ৫ দফা না ৫০ দফা হলে কার কী সুবিধা বা অসুবিধা হবে, তা নিয়ে বক্তব্য রাখতে পারব, তার আগে নয়।' দেবাশিস এদিন বেশ কয়েকবারই বলেন, 'আমি শেষপর্যন্ত নির্বাচনে লড়ব কিনা, সেটা ঠিক করবে দল। তবে আমি দাঁড়াই বা না দাঁড়াই, নির্বাচন হবেই।'

নির্বাচনী বোর্ডে বড় রদবদল আনল মোহনবাগান
দেবাশিস জানান, ব্যক্তিগত কারণে বিশ্বব্রত বসু মল্লিক, শমীক মিত্র ও অভিষেক সিনহা নির্বাচনী বোর্ড থেকে সরে দাঁড়ানোয় তাঁদের জায়গায় এলেন বিশ্বরূপ দে, অসীম মৌলিক ও সুকমল রায়। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় ৫ দফায় নির্বাচনের কথা ভাবছেন। দেবাশিস বলেন, 'সচিবের চেয়ারে বসে আমি এ নিয়ে কোনও মন্তব্য করার জায়গায় নেই। এটা নির্বাচনী বোর্ডের এক্তিয়ার।'

POST A COMMENT
Advertisement