MS Dhoni : 'হাঁটুতে ব্যথা...', আগামী IPL-এ খেলা নিয়ে বড়় আপডেট দিলেন ধোনি

আগামী বছর আইপিএল-এ কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্ন তাঁর ফ্যানদের মনে। ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার পর থেকেই ধোনিকে বহুবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

Advertisement
'হাঁটুতে ব্যথা...', আগামী IPL-এ খেলা নিয়ে বড়় আপডেট দিলেন ধোনি Mahendra Singh Dhoni
হাইলাইটস
  • আগামী বছর আইপিএল-এ কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি?
  • এই প্রশ্ন তাঁর ফ্যানদের মনে

আগামী বছর আইপিএল-এ কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্ন তাঁর ফ্যানদের মনে। ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার পর থেকেই ধোনিকে বহুবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রতিবারই নিজের মতো জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। 

সম্প্রতি বেসরকারি এক অনুষ্ঠানে এই নিয়ে ধোনিকে প্রশ্ন করা হয়। অনুষ্ঠানে এক সমর্থক তাঁকে অনুরোধ করেন ২০২৬ মরসুমেও তিনি যেন আইপিএলে খেলেন। তার উত্তরে ধোনি জানান, তিনি খেলবেন কি না সেই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেননি। তাঁর হাঁটুতে ব্যথা রয়েছে। তাঁর কথায়, 'আমি এখনও জানি না খেলব কি না। এখনও সময় আছে। সিদ্ধান্ত সময় মতো  নেব। ডিসেম্বর পর্যন্ত আমার হাতে সময় আছে। তাই কয়েক মাস সময় নেব। তারপরই সিদ্ধান্ত জানাতে পারব।' 

ধোনি যখন এই কথা বলছেন তখন একজন ফ্যান বলে বসেন, 'আপনাকে খেলতে হবে স্যার। আমকরা ২০২৬ সালের আইপিএলে আপনাকে দেখতে চাই।' তা শুনে তখন ধোনি হাসতে হাসতে মজার ছলে বলেন, 'আমার হাঁটুর ব্যথা কে ঠিক করবে?'

অর্থাৎ, আগামী মরসুমে খেলার দরজা এখনও পুরোপুরি বন্ধ করেননি তিনি। ২০২৩ সালের আইপিএল থেকেই ধোনির হাঁটুর সমস্যার কথা আলোচনায় আসে। সেই বছর হাঁটুর ব্যথা নিয়ে খেলেও চেন্নাইকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। ২০২৪ ও ২০২৫ সালে আইপিএল-এ খেলেছিলেন তিনি। তবে বেশিরভাগ ম্যাচে লোয়ার অর্ডারে ব্যাট করেছিলেন। তাঁর দৌড়োনোর গতিও কমে গিয়েছিল। 

২০২৫ সালের আইপিএল-এ যখন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ আহত হন তখন মাঝপথে দায়িত্ব নেন ধোনি। তবে তারপরও চেন্নাইয়ের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি। পয়েন্ট টেবিলের শেষ স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করতে হয় সিএসকে-কে। 
 

POST A COMMENT
Advertisement