Dinesh Kartik On Ms Dhoni: ‘ধোনি আমাকে গিরগিটি বানিয়ে দিয়েছিল’, টিম ইন্ডিয়ার গোপন কথা ফাঁস করলেন দিনেশ কার্তিক

Dinesh Kartik On Ms Dhoni: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক বলেছেন, মহেন্দ্র সিং ধোনি তাঁকে ‘গিরগিটি’ বানিয়ে দিয়েছিল, কারণ টিম ইন্ডিয়ায় টিকে থাকতে হলে তাঁকে বারবার ভিন্ন ভিন্ন ভূমিকায় মানিয়ে নিতে হয়েছিল। কার্তিক ২০০৪ সালে ধোনির তিন মাস আগে ভারতের হয়ে অভিষেক করেছিলেন, কিন্তু ধোনি আসতেই দলে জায়গা ধরে রাখা তাঁর জন্য ভীষণ কঠিন হয়ে যায়।

Advertisement
‘ধোনি আমাকে গিরগিটি বানিয়ে দিয়েছিল’, টিম ইন্ডিয়ার গোপন কথা ফাঁস করলেন দিনেশ কার্তিক ‘ধোনি আমাকে গিরগিটি বানিয়ে দিয়েছিল’, টিম ইন্ডিয়ার গোপন কথা ফাঁস করলেন দিনেশ কার্তিক

Dinesh Kartik On Ms Dhoni: দিনেশ কার্তিক বলেছেন, ধোনির কারণে তাঁকে টিম ইন্ডিয়ায় জায়গা ধরে রাখতে গিরগিটির মতো বারবার নতুন নতুন ভূমিকা নিতে হয়েছিল। ধোনি ঝোড়ো ছক্কা মেরে সবাইকে মুগ্ধ করে উইকেটকিপারের জায়গা পাকা করেছিলেন। কার্তিক শিখেছিলেন নমনীয়তা, সাহস আর ধৈর্যের গুরুত্ব এবং খেলেছিলেন নিদাহাস ট্রফির মতো স্মরণীয় ইনিংস।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক বলেছেন, মহেন্দ্র সিং ধোনি তাঁকে ‘গিরগিটি’ বানিয়ে দিয়েছিল, কারণ টিম ইন্ডিয়ায় টিকে থাকতে হলে তাঁকে বারবার ভিন্ন ভিন্ন ভূমিকায় মানিয়ে নিতে হয়েছিল। কার্তিক ২০০৪ সালে ধোনির তিন মাস আগে ভারতের হয়ে অভিষেক করেছিলেন, কিন্তু ধোনি আসতেই দলে জায়গা ধরে রাখা তাঁর জন্য ভীষণ কঠিন হয়ে যায়।

ইন্ডিয়া টুডে কনক্লেভ সাউথ ২০২৫-এ বক্তৃতা দিতে গিয়ে কার্তিক মনে করলেন, কিভাবে ধোনি কেরিয়ারের শুরুতেই ঝোড়ো ছক্কা মেরে সবাইকে চমকে দিয়েছিলেন এবং দ্রুতই ভারতের প্রধান উইকেটকিপার-ব্যাটসম্যান হয়ে ওঠেন। তিনি জানান, সেই সময়ে ধোনির শক্তিশালী হিটিংয়ের তুলনা করা হচ্ছিল কিংবদন্তি গ্যারি সোবার্সের সঙ্গে।

লিড রোল ধোনির জন্য় লেখা ছিল
“সেই সময় রাহুল দ্রাবিড় উইকেটকিপিং করছিলেন, কিন্তু তিনি নিজেই বলেছিলেন যে এবার তিনি কেবল ব্যাটিংয়ে মন দিতে চান। তখন দলের একজন স্থায়ী উইকেটকিপার দরকার ছিল। আমি কিছুদিন সুযোগ পেয়েছিলাম, কিন্তু লিড রোল ধোনির জন্যই লেখা ছিল। ও আসতেই সবকিছু বদলে গেল।”

‘ধোনির কারণে নিলাম ভিন্ন ভিন্ন ভূমিকা’
কার্তিক জানালেন, ধোনির সাফল্যের পর টিমে টিকে থাকার জন্য তাঁকে অনেকবার নতুন ভূমিকা নিতে হয়েছিল। তিনি বললেন, “আমি গিরগিটির মতো মানিয়ে নিয়েছিলাম। যদি টিমে ওপেনারের দরকার হত, আমি তামিলনাড়ুর জন্য ওপেনিং করতাম। যদি মিডল অর্ডারের প্রয়োজন হত, আমি সেখানে খেলতাম। আসল চ্যালেঞ্জ ছিল জায়গা পাওয়া নয়, সেটি ধরে রাখা। অনেক সময় চাপে আমি সেরাটা দিতে পারিনি।”

ধোনি আমাকে কিছু শেখায়নি
“ধোনি আমাকে সরাসরি কিছু শেখায়নি, কিন্তু তার স্টাইল থেকে অনেক কিছু শিখেছি। নমনীয়তা, সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেরিয়ারের শেষের দিকে আমি ৬ ও ৭ নম্বরে ব্যাট করেছি, যা সহজ ছিল না, কিন্তু আমি সেটাকে মেনে নিয়েছিলাম।”

Advertisement

দিনেশ কার্তিক শেষবার ভারতের হয়ে খেলেছিলেন টি২০ বিশ্বকাপ ২০২২-এ। আইপিএল ২০২২-এ দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তিনি দলে ফিরেছিলেন। তিনি ভারতের টি২০ বিশ্বকাপ ২০০৭ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩ জয়ী দলের অংশ ছিলেন। দিনেশ কার্তিক মোট ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে এবং ৬০ টি২০ ম্যাচ খেলেছেন। ২০১৮-র নিদাহাস ট্রফির ফাইনাল ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, যখন শেষ বলে ছক্কা মেরে তিনি দলকে জয় এনে দিয়েছিলেন।

 

POST A COMMENT
Advertisement