ফ্রেমে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলার কথা রয়েছে। চেন্নাই সুপার কিংস (সিএসকে) প্রকাশিত রিটেনশন তালিকায় এমএস ধোনির নাম ছিল। তবে এবার তাঁর ভূমিকা বদলে যেতে পারে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন ইঙ্গিত দিয়েছেন যে আসন্ন আইপিএল মরসুমে ধোনি একজন ইম্প্যাক্ট সাব হিসেবে খেলতে পারেন। অন্যদিকে সঞ্জু স্যামসন উইকেটকিপিংয়ের দায়িত্ব নিতে পারেন।
রবিচন্দ্রন অশ্বিন বলেন, যদি এমএস ধোনি ২০২৬ সালের আইপিএলে না খেলতেন, তাহলে সিএসকে-র রিলিজ লিস্টে সেই ইঙ্গিতই দিত। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রবিচন্দ্রন অশ্বিন বলেন, 'ধোনি যদি খেলতে না চাইতেন, তাহলে সিএসকে প্রায় ৪ কোটি টাকা সাশ্রয় করতে পারত। রবীন্দ্র জাদেজার চলে যাওয়া এবং পাওয়ার ফিনিশারের অভাব ইঙ্গিত দেয় যে ধোনি সম্ভবত খেলা চালিয়ে যাবেন।'
ধোনির হাঁটুর অস্ত্রোপচার কখন করা হয়েছিল? ৪৪ বছর বয়সী এমএস ধোনি সম্প্রতি হাঁটুর সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের আইপিএল শিরোপা জয়ের পর, মুম্বাইতে ধোনির হাঁটুর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর, তিনি ২০২৪ এবং ২০২৫ মরসুমে খেলেছেন, তবে বেশিরভাগ সময় নিচের অর্ডারে ব্যাট করেছেন। তা সত্ত্বেও, মাঠে তার উপস্থিতি, নেতৃত্ব এবং অভিজ্ঞতা চেন্নাইয়ের জন্য একটি উল্লেখযোগ্য শক্তি।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ২০২৬ সালের আইপিএলে কিছু ম্যাচের জন্য মহেন্দ্র সিং ধোনি সঞ্জু স্যামসনকে উইকেটকিপিংয়ের দায়িত্ব দিয়ে দিতে পারেন। ২০২৫ সালের আইপিএলে, মাহি দীর্ঘ সময় ধরে ব্যাট করতে পারেননি এবং প্রায়শই ৮ নম্বরে ব্যাট করতেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল ট্রফি জিতেছিল।
২০২৫ সালের আইপিএলে, যখন অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড চোটের কারণে মরসুমের মাঝামাঝি সময়ে ছিটকে গিয়ে পয়েন্ট টেবিলে শেষে ছিলেন, ধোনি আবারও দলের দায়িত্ব গ্রহণ করেন। তবে, ধোনির অধিনায়কত্বে ফিরে আসাও দলের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে এবং গত মরসুমে সিএসকে পয়েন্ট টেবিলে শেষ স্থানে ছিল। আইপিএলের মিনি-নিলামের আগে সিএসকে মোট ১১ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে।
চেন্নাই সুপার কিংসের বর্তমান স্কোয়াড: ঋতুরাজ গায়কওয়াদ (অধিনায়ক), আয়ুশ মাত্রে, মহেন্দ্র সিং ধোনি, ডিওয়াল্ড ব্রেভিস, উরভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নুর আহমেদ, খলিল আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, শ্রেয়াস গোপাল, সানজু, সানজু, সানজু, রামকৃষ্ণ ঘোষ। রাজস্থান)।